জুমবাংলা ডেস্ক : ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন পদায়নকৃত উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার আগামী ২৭ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। বর্ণিত কর্মকর্তা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে গত ১২ জানুয়ারি এই কলেজে উপাধ্যক্ষ পদে নিযুক্ত হন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন উপাধ্যাক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কক্ষে তালা লাগিয়ে দেন।
জানা যায়, প্রজ্ঞাপন জারির পরপরই সাত কলেজের স্নাতক ২য় বর্ষের পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা উপাধ্যক্ষের রুমের সামনে জড়ো হতে থাকেন। পরে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা উপেক্ষা করে শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত আকাঙ্ক্ষা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে অবৈধভাবে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেয়ায় শিক্ষা উপদেষ্টা এবং নতুন উপাধ্যক্ষকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হলো- লেখা কাগজ সাঁটিয়ে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।