বিনোদন ডেস্ক : টিভি নাটকের সফলতম নারী নির্মাতা চয়নিকা চৌধুরী দ্বিতীয়বার সিনেমা নির্মাণ করলেন। নাম ‘প্রহেলিকা’। আসন্ন ঈদুল আজহায় এটি মুক্তি পেতে যাচ্ছে। সেই লক্ষে চলছে প্রচারণা, মিলেছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতিও।
ইতোপূর্বে ছবিটির বিভিন্ন চরিত্রের ক্যারেক্টার লুক প্রকাশ করা হয়েছে। এবার উন্মুক্ত করা হলো টিজার। শুক্রবার (১৬ জুন) রাতে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে ঝলকটি প্রকাশ করা হয়।
৩০ সেকেন্ডের এই ঝলকে সিনেমার কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। যেখানে প্রেম আর রহস্য মিলেমিশে একাকার হয়ে আছে। ছবির গল্প সম্পর্কে কিছু আঁচ করা যায়নি বটে। তবে চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কের কিছুটা আভাস মিলেছে। সেই সঙ্গে একাধিক সংলাপ কাড়ছে দর্শকের মন।
এর মধ্যে রয়েছে বুবলীর দৃঢ় কণ্ঠে, ‘ছেলেটাকে আপনার কাছে পাঠিয়েছিল বাঁচাবার জন্য’ সংলাপটি। আর টিজারের ইতি হয়েছে মাহফুজ আহমেদের মুখে ‘আমি যারে ভালোবাসি, তারে কেউ ছুঁইতে পারে না’ কথাটি দিয়ে।
টিজার :
‘প্রহেলিকা’ নিয়ে নায়িকা শবনম বুবলী বলেছেন, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে সিনেমাজুড়ে।’
একই সুরে মন্তব্য করেছিলেন মাহফুজ আহমেদও। তার ভাষ্য, ‘ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারনাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।’
উল্লেখ্য, ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।