আন্তর্জাতিক ডেস্ক : ২ ফেব্রুয়ারি মধ্য রাতে দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন অক্ষয় সাতনালিওয়ালা। তার নিজের একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি আছে। যার নাম মেসার্স ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড। রেল কী ভাবে কঠিন এবং অন্যান্য বর্জ্য পরিবহণের সস্তা মাধ্যম হয়ে উঠতে পারে সেই নিয়ে ভারতের রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়ে অনুরোধ করেন তিনি। কিন্তু প্রটোকলের কারণে সেটা সম্ভব হচ্ছিলো না। সৌভাগ্যক্রমে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে একই বিমানে একদিন যাত্রা করছিলেন কলকাতার এই ব্যবসায়ী। কিন্তু নিরাপত্তার কারণে রেলমন্ত্রীর কাছে পৌঁছনো ছিল অসম্ভব ব্যাপার, তাই বিমানসেবিকার দেওয়া ন্যাপকিনে নিজের প্রস্তাব লিখে অশ্বিনী বৈষ্ণবের কাছে পাঠান তিনি।
নিজের পরিচয় জানিয়ে লেখেন, “প্রিয় স্যার, আমি M/S Eastern Organic Fertilizer Pvt Ltd-এর প্রতিনিধিত্ব করছি যেটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম বৃহত্তম কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি। আপনি যদি অনুমতি দেন, তবে রেলওয়ে কী ভাবে সাপ্লাই চেনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে, সেই নিয়ে আলোচনা করতে পারি। এই উদ্যোগ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অবদান রাখতে পারে।” ন্যাপকিনের তার লেখা চিঠিটি সামনে এসেছে। সেখানে দেখা গেছে কীভাবে অক্ষয় সাতনালিওয়ালাকে নীল থেকে কালো কালিতে লেখা পরিবর্তন করতে হয়েছিল, সম্ভবত তাঁর নীল কলমটি কাজ করছিলো না।
সাতনালিওয়ালা কল্পনাও করতে পারেননি যে কলকাতায় নামার মাত্র ছয় মিনিটের মধ্যেই ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারে জেনারেল ম্যানেজারের অফিস থেকে ফোন আসবে। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর, সাতনালিওয়ালার সাথে একটি বৈঠকের ব্যবস্থা করেছিলেন, যিনি একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানির পরিচালক, সংস্থার সাথে বর্জ্য পরিবহনের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য। পূর্ব রেলের সদর দফতরে বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের সময়, সাতনালিওয়ালা বিভিন্ন শিল্প এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে কঠিন বর্জ্যের প্রবাহ ব্যাখ্যা করেছিলেন, যেমন ছত্তিশগড়ের রায়পুর এবং ওড়িশার রাজগঙ্গাপুর। রেলপথের মাধ্যমে এই বিপুল পরিমাণ বর্জ্য পরিবহন বর্জ্য পুনর্ব্যবহারে অবদান রাখবে, প্রক্রিয়ায় দূষণ হ্রাস করবে।
বৈঠকে বিশদ আলোচনায় কলকাতা শিয়ালদহ বিভাগের চিৎপুর ইয়ার্ড থেকে দেশের বিভিন্ন স্থানে বর্জ্য লোড করার নীতি এবং সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।