প্রযুক্তির অপব্যবহার নিয়ে হানিফ সংকেতের নতুন নাটক

হানিফ সংকেতের নতুন নাটক

জুমবাংলা ডেস্ক : ভিউ বাণিজ্যের এই রমরমা বাজারে ইউটিউবের ভিউকে যখন অনেকেই নাটকের মানদণ্ড মনে করেন, তখন টেলিভিশন নাটকের অবস্থা অনেকটাই কোণঠাসা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী আনন্দ, উৎসব ও বিনোদনের ধারা যেন বদলে যাচ্ছে।

হানিফ সংকেতের নতুন নাটক

সামাজিক সমস্যা, পারিবারিক টানাপোড়েন, একান্নবর্তী পরিবারের ঐতিহ্য এবং সমাজের সঙ্গতি অসঙ্গতি যারা তাদের শিল্পকর্মের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত তাদের মধ্যে অন্যতম। তারই ধারাবাহিকতায় হানিফ সংকেতের এবারের ঈদের নাটক একটি বাস্তবভিত্তিক সামাজিক চিত্র।

মোবাইল সংস্কৃতি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও কি প্রভাব বিস্তার করেছে তা অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি তুলে ধরেছেন“ ব্যবহার বিভ্রাট “ নাটকে। নাটকের মূল দুটি চরিত্র একজন গার্মেন্টসের সুপারভাইজার , এবং অন্যজন একই গার্মেন্টসের গার্ড। অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সেই সুপার ভাইজার গার্মেন্টসে সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করেন অথচ তার স্ত্রী বাসায় সারাদিন ই ব্যস্ত থাকে মোবাইল নিয়ে। টিকটক, ম্যাসেঞ্জার, ইউটিউব আর ফেসবুক ই তার জগৎ।

গার্ডের স্ত্রী জমিলা রূপী টুপুর; সুপারভাইজারের স্ত্রী পুতুলের কাছে গিয়ে আয়ত্ব করে টিকটক বানানো সহ মোবাইলের নানা কলাকৌশল। এর মাঝেই টিকটকের মাধ্যমে এক অপরিচিত যুবকের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই সে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে মোবাইলে। সংসারের প্রতি তার মন উঠে যায়। গার্ড জামালের বুঝতে বাকী থাকে না তার স্ত্রীর সর্বনাশ হয়ে গেছে এবং এসব নিয়ে শুরু হয় তাদের দাম্পত্য কলহ। এক সময় স্বামী কাজে গেলে মোবাইল আসক্ত স্ত্রী তার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে ঘর ছাড়ে।

আজকাল পত্রপত্রিকা খুললেই অহরহ এসব ঘটনা চোখে পরে। এই মোবাইল সংস্কৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দংশনে অনেক সংসারে অশান্তি লেগেই আছে। আজকাল নাটকের নামের সাথে ঘটনার কোন মিল খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্যবহার বিভ্রাট নাটকটি যথার্থ নামকরণে একটি সফল নাটক।

হাওড়া ব্রিজে কেন একটিও নাট বোল্ট বা পিলার ব্যবহার করা হয়নি

উল্লেখ্য নির্মাতা হানিফ সংকেত এই নাটকে তথাকথিত তারকাদের পরিবর্তে দুজন নবীন শিল্পীকে দিয়ে অভিনয় করিয়েছেন। যাদের অভিনয় দেখে একবার ও মনে হয়নি তারা নবীন। দুর্দান্ত অভিনয় করেছেন সৌম্য এবং টুপুর। ইন্তেখাব দিনার তার চরিত্রে ছিলেন অসাধারণ। হৃদয়গ্রাহী এই নাটকটির শেষে দর্শকরা হয়েছেন অশ্রুসিক্ত।