প্রযুক্তি জগতের নতুন উদ্ভাবন বোতামহীন স্মার্টফোন

xiaomi (2)

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জগতে আবারও নতুন উদ্ভাবনের আঁচ পাওয়া যাচ্ছে। চীনের প্রযুক্তি সংস্থা Xiaomi বোতামহীন একটি স্মার্টফোন (smartphone) নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। এই ফোনটি আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

xiaomi (2)
“Zhuque” নামক এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে এর বোতামহীন ডিজাইন। তবে, এই ফোনে বোতামের পরিবর্তে কী ব্যবহার করা হবে সে সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সম্ভাব্যভাবে এতে হাতের ইশারা, প্রেসার-কন্ট্রোল্ড এজ বা ভয়েস কমান্ড ব্যবহার করা হতে পারে।

এছাড়াও, এই ফোনে অন্তর্নির্মিত সেলফি ক্যামেরা থাকবে, যা আশা করা যায় Samsung-এর ক্যামেরার চেয়ে ভালো হবে। Zhuque ফোনে Qualcomm-এর আগামী Snapdragon 8+ Gen 4 চিপসেট ব্যবহার করা হবে। এই চিপসেটটি Xiaomi 15S Pro ফোনেও ব্যবহার করা হবে, যা আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে আসবে।

Snapdragon 8+ Gen 4 চিপসেটটি আগামী অক্টোবরে লঞ্চ হওয়া Snapdragon 8 Gen 4 চিপসেটের উন্নত সংস্করণ হবে।

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর নদীদে মিলল শিশুর মরদেহ

Zhuque ফোনটি সফল হবে কিনা, নাকি Meizu Zero-এর মতো একটি নির্দিষ্ট গ্রাহক বাজারের জন্য তৈরি হবে, তা দেখতে হবে।