বিনোদন ডেস্ক : গত ২৩ এপ্রিল থেকে ‘কাহানি’ নিয়ে দর্শকদের রহস্যে রাখছিলেন আমির খান। অবশেষে উন্মোচন করলেন সেই ‘কাহানি’র রহস্য। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) একটি রেডিও শোতে ।আমির খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান উন্মোচন করেন যার নাম ‘কাহানি’।
গত ২৩ এপ্রিল ক্রিকেট খেলার একটি ভিডিও শেয়ার করেছিলেন আমির। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, ২৮ এপ্রিল একটি বিশেষ ‘কাহানি’ শেয়ার করবেন এবং সেখানে তিনি আইপিএল নিয়েও আলোচনা করেছিলেন। তার একদিন পরে তিনি ‘কাহানি’ সম্পর্কে আরো একটি ভিডিও শেয়ার করেছেন যা তার ভক্তদের আরো কৌতূহলী করে তুলেছে। নিজের ক্রিকেট খেলার সর্বশেষ ভিডিওতে আমির বলেন, তিনি যে স্থান থেকে তার ‘কাহানি’ বর্ণনা করবেন তা কোথায় করবেন সেটা উল্লেখ্য করতেই ভুলে গেছেন তিনি।
এদিকে তার এমন সব মন্তব্যে আরো উৎসাহী হচ্ছিলো ভক্তরা। আর সেই রহস্যই আজ উন্মোচন করলেন আমির।
অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি টম হ্যাঙ্কস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক। আমির জানান, এবার ভিজ্যুয়াল ছাড়াই ‘লাল সিং চাড্ডা’র সমস্ত গান প্রকাশ করবেন। ‘গানগুলোই চলচ্চিত্রের প্রাণ’ বলে মন্তব্য করেন তিনি। কবে গানগুলো ভিডিও আকারে আসবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আপাতত দর্শকদের অডিও ফর্ম্যাটে সিনেমার গানগুলো উপভোগ করতে বললেন তিনি।
‘কাহানি’ গানটি গেয়েছেন মোহন কানন। এর কম্পোজ করেছেন প্রীতম এবং লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
বলিউড হাঙ্গামাকে আমির খান জানান, ‘আমি সত্যিই বিশ্বাস করি যে ‘লাল সিং চাড্ডা’র গানগুললো হল সিনেমার প্রাণ এবং এই অ্যালবামে আমার ক্যারিয়ারের সেরা কিছু গান রয়েছে। প্রীতম, অমিতাভ, গায়করা দারুণ কাজ করেছেন। আশা করি ভক্তদের ভালো লাগবে। আমি ভক্তদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষায় আছি।’
আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।