আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বস প্রতিবছর বিশ্বের ধন কুবেরদের তালিকা তৈরি করে। ফোর্বসের এই তালিকার দিকে নজর থাকে বহু উৎসুকের। বিশ্বের পাশাপাশি স্থানীয় বা আঞ্চলিক ধনকুবেরদের তালিকাও প্রস্তুত করে বিখ্যাত এই সংস্থা। সেই রকম ভাবে এবার প্রকাশ্যে এসেছে এশিয়ার ধনী শিল্পপতিদের তালিকা।
এই তালিকায় রীতিমতো নজর কেড়েছেন ভারতীয় শিল্পপতিরা। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির নাম রয়েছে এশিয়ার ধনকুবেরদের তালিকার এক নম্বরের। অন্যদিকে বর্তমানে বিশ্বের ১৩ তম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। বর্তমানে ৮৭.২ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক মুকেশ।
চিনা জল ও ওষুধ ব্যবসায়ী ঝং শানশান রয়েছেন এই তালিকার দ্বিতীয় স্থানে। ঝং শানশান নংফু স্প্রিং বেভারেজ কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন। এছাড়াও তার শেয়ার রয়েছে বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজে। ২০২২ সালের হিসাব অনুযায়ী ৬২.৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক এই চিনা ব্যবসায়ী।
ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি রয়েছেন এই তালিকায় তৃতীয় স্থানে। কিছুদিন আগে হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর বেশ মোটা পরিমাণ সম্পত্তির হ্রাস হয় তার। কিন্তু তা সত্ত্বেও এশিয়ার তৃতীয় ধনীতম ব্যক্তি গৌতম।
চিনের বিখ্যাত ইন্টারনেট উদ্যোক্তা ঝাং ইমিং এই তালিকায় চতুর্থ স্থান দখল করে রয়েছেন। ২০১২ সালে এই ব্যবসায়ী প্রতিষ্ঠা করেন বাইটড্যান্স। অন্যদিকে তিনি সৃষ্টি করেন নিউজ এগ্রিগেটর টাউটিয়াও এবং ভিডিও শেয়ারিং। ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী ঝাং এর ৫৫ বিলিয়ন ডলারের ব্যক্তিগত সম্পত্তি রয়েছে।
হংকং-এর ব্যবসায়ী লি কা শিং রয়েছেন পঞ্চম স্থানে। বিশ্বের ধনকুবেরদের তালিকায় তার স্থান ৩৮। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন জাপানিজ ব্যবসায়ী তাদাশি ইয়ানাই। টেনসেন্টের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও চিনা ব্যবসায়ী মা হুয়াটেং এশিয়ার মধ্যে সপ্তম ধনীতম শিল্পপতি। আরো এক চিনা ব্যবসায়ী ব্যাটারি প্রস্তুতকারক কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রবিন জেং ইউকু এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
ফ্রিজ ছাড়াও মাংস সংরক্ষণ করা যায়, জেনে নিন কিছু বিকল্প উপায়
নেটইজ-এর প্রতিষ্ঠাতা ও সিইও ডিং লেই বা উইলিয়াম ডিং এশিয়ার দশ ধনী শিল্পপতিদের তালিকায় নবম স্থানে রয়েছেন। কমার্স কোম্পানি পিনডুয়োর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও চিনা ব্যবসায়ী কলিন হুয়াং এই তালিকায় জায়গা করে নিয়েছেন দশম স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।