প্রকাশ্যে অক্ষরা সিংয়ের সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া

নিরহুয়া

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের পাশাপাশি মাঝেমাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে ইতিহাস উঠে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে বলিউডের পাশাপাশি মাঝেমাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে ইতিহাস উঠে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্র। আগে এই ইন্ডাস্ট্রিকে সেভাবে কেউ না চিনলেও বর্তমানে আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে ভোজপুরি সিনেমার।

নিরহুয়া

বিশেষ করে বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝেই সোশ্যাল মাধ্যমে সুপারহিট হয়ে যায়। এমনকি হামেশাই ইউটিউবের ট্রেন্ডিং এর পাতায় থাকে বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরী সিনেমা দেখেন অথবা ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা প্রত্যেকেই জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেতা নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের নাম শুনেছেন।

বিভিন্ন ভোজপুরি অভিনেত্রীদের সাথে তাঁর অভিনীত বহু রোমান্টিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রায়ই ভাইরাল হয়েছে। এমনকি বেশিরভাগ সময়ই এই ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ইউটিউবের পর্দায় সুপার ট্রেন্ডিং হয়ে ওঠে।

যা জনপ্রিয়তার দিক থেকে মাত দেবে ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির গানগুলিকেও। সেই সমস্ত এক একটি ভিডিওর ভিউজ সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনারও। সম্প্রতি সেরকমই একটি ভোজপুরি গান সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল হয়েছে।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে সদা চর্চিত ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব তথা নিরাহুয়া ও ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংকে। আর দুজনের হট রোমান্সের কেমিস্ট্রি দেখে রীতিমতো রাতের ঘুম উড়েছে সমস্ত নেটিজেনদের।

मन बा तs लेलs मजा - Man Ba Ta Le La Maja - Diler - Bhojpuri Hit Song HD

এককথায় বলা যেতে পারে যে চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটিতে দুই ভোজপুরি তারকাকে দেখা যাচ্ছে “মান বাত লাইল মাজা” গানে পরষ্পরের সাথে রোমান্সে মাততে। আর ভিডিওটিতে অভিনেত্রী অক্ষরা সিং এর পরনে রয়েছে একটি নীল রঙের শাড়ি। এই শাড়ি পরে পুরো লাস্যময়ী ভঙ্গিতে তুমুল নাচে মত্ত হয়েছেন তিনি।

বিশেষ করে গানটিতে তাঁর আগুন জড়ানো এক্সপ্রেশনে ক্লিন বোল্ড হয়ে গিয়েছে প্রতিটি দর্শক। গানটিতে অভিনয়ের পাশাপাশি এই গানটিকে স্বয়ং গেয়েছেন অভিনেতা দীনেশ লাল যাদব ও জনপ্রিয় ভোজপুরি গায়িকা ইন্দু সোনালী।

হৃতিক রোশানের নতুন ধামাকা

গানটিকে লিখেছেন পিয়ারে লাল যাদব। পাশাপাশি গানটিকে সুর দিয়েছেন বিজয়লক্ষ্মী। বর্তমানে ইউটিউবে প্রায় ১১ মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটিতে দেখে ফেলেছেন। ‌পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন প্রায় ১৫ হাজারের বেশি মানুষ। আপনি যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন।