প্রকাশ্যে রাস্তার মধ্যে উদ্দাম ড্যান্স দিলো একদল অ্যান্টি

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়।

উদ্দাম ড্যান্স

কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন।

এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার মধ্যে ঢাক ঢোল বাজছে এবং তার তালেই একদল আন্টি লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করে। শুরুতে তাদের নাচটা স্বাভাবিক হলেও আসতে আসতে তাদের অস্থির নাচ দেখে হতবাক হন সকলে।

ওই আন্টিগুলি শাড়ি পরে এমনভাবেই নাচ করছিলেন যাতে মনে হয় মাধ্যাকর্ষণ শক্তি যেন তাদের ওপর কাজই করে না। কয়েক সেকেন্ডের ভিডিওতে ওই আন্টিগুলি এমন নাচ করে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের।

বাতাসে উড়ে গেল শিবগামী দেবীর শাড়ির আঁচল, মুহূর্তে তুমুল ভাইরাল

বলাবাহুল্য, এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর হবে নাই বা কেন। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখতে অনুরোধ জানান। এই ভিডিওটি ইনস্টাগ্রামের videonation.teb নামক একটি পেজে পোস্ট করা হয়। ভিডিওতে নেট নাগরিকরা রীতিমতো লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন।