বিনোদন ডেস্ক : বর্তমান যুগে ডিজিটাল মাধ্যম যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়াতে রয়েছে। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রায় আলোচনা হয়। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে আসে বিভিন্ন তারকাদের ব্যক্তিগত জীবন। আসলে নেটিজেনদের তাদের প্রিয় তারকার সমন্ধে সবকিছু জানার জন্য ব্যাপক কৌতূহল হয়। এই বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে এক অন্যতম জনপ্রিয় জুটি হল করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। হিন্দি টিভি ইন্ডাস্ট্রিতে তাদের মাখোমাখো প্রেমকাহিনী সর্বজনবিদিত।
করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ তাদের প্রেমময় শৈলী দিয়ে ভরিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। তারা আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝেমাঝেই নিজেদের কাটানো সুন্দর মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন। তাদের একাধারে মিষ্টি এবং কিউট প্রেমের গল্প বা খুঁটিনাটি বেশ পছন্দ হয় অনুরাগীদেরও। তাইতো এই জুটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়।
তবে সম্প্রতি ইন্টারনেটে এই তারকা জুটির যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে লজ্জা পেয়ে যেতে পারেন আপনিও। ভাইরাল ভিডিওতে পাবলিক প্লেসে তেজস্বীকে চুমু খাচ্ছেন করণ। করণ কুন্দ্রা তেজস্বী প্রকাশ বেশিরভাগই একে অপরের সাথে সময় কাটাতে পছন্দ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কীভাবে হঠাৎ করেই করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশকে চুম্বন করতে শুরু করেন অনেক মানুষের মাঝে।
দুজনের এই রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে।রয়েছে। যদিও দুজনের জুটি বরাবরই আলোচনায় থাকে। কিন্তু মানুষ এভাবে খোলামেলা রোমান্টিক হওয়া ঠিক বোধ করছেন না। তাই এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।