বিনোদন ডেস্ক : হলিউডের রিচার্ড গেরে প্রকাশ্যে এক অনুষ্ঠানে ভারতীয় সুপাস্টার শিল্পা শেঠিকে চুমু দিয়েছিলেন। ২০০৭ সালে রাজস্থানে একটি প্রচারমূলক ইভেন্টে এমন ঘটনায় দায়ের করা হয় অশ্লীলতা মামলা। সম্প্রতি ওই মামলার রায় দিয়েছে মুম্বাই আদালত।
১৬ বছর আগে রাজস্থানের মুন্দাওয়ারে প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শিল্পা এবং রিচার্ডের বিরুদ্ধে মামলা করা হয়। ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯২, ২৯৩, ২৯৪ (অশ্লীলতা) এর অধীনে এবং তথ্য প্রযুক্তি আইন ও নারীদের অশালীন প্রতিনিধিত্ব (নিষেধ) আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ মামলা দায়েরের পর বলি নায়িকা শিল্পা শেঠি মামলাটি মুম্বাইতে স্থানান্তরিত করার আবেদন জানান। সুপ্রিম কোর্ট অনুমোদন দিলে মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এর শুনানি সম্পন্ন হয়।
২০২২ সালের জানুয়ারিতে এ মামলা থেকে শিল্পাকে অব্যাহতি দেয়া হয়। কারণ হিসেবে ম্যাজিস্ট্রেট কেতকী চ্যাবন জানান, ওই ঘটনায় নায়িকার কোনো হাত ছিল না। তিনি ঘটনার শিকার। ভাইরাল হওয়া ভিডিওতে বেশ বোঝা যাচ্ছিল শিল্পার অস্বস্তির বিষয়ে। কিন্তু নায়িকা হওয়ায় তিনি পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছেন।
প্রকাশ্যে এমন অশ্লীলতার জন্য ওই মামলায় মূল আসামি করা হয় অভিনেতা রিচার্ডকে। কিন্তু এ রায় মেনে নেয়নি মহারাষ্ট্র রাজ্য দায়রা। আদালতকে চ্যালেঞ্জ করে তাদের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন এবং আদেশটি বেআইনি এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির বিরুদ্ধে।
তাদের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, শিল্পা শেঠি নিজেকে জনসমক্ষে চুম্বন করার অনুমতি দেওয়ায় তিনিও ২৯৪ আইপিএস ধারার অধীনে ‘অশ্লীল কাজ’-এর অপরাধের আওতায় পড়েন।
তবে সব তথ্য পর্যালোচনা করে সোমবার (৩ এপ্রিল) মুম্বাইয়ের একটি সেশন কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: আম্বানির অনুষ্ঠানে খাবারের সঙ্গে টাকাও পেয়েছেন অতিথিরা!
কারণ হিসেবে আদালত জানিয়েছে, সেই সময় রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি তিনি ঠিকই তবে ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন। এর জন্য অশ্লীলতার দায়ে তাকে অভিযুক্ত করাটা অনুচিত।
তাই ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশই বহাল রেখে মুম্বাই আদালত ‘অশ্লীলতার’ দায় থেকে অব্যাহতি দিয়েছে শিল্পাকে। মুম্বাইয়ের আদালতের এ রায় শুনে স্বস্তি ফিরে পেয়েছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।