প্রকাশ্যে যে কাণ্ডটি ঘটালেন তেজস্বী ও করন কুন্দ্রা

তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা

বিনোদন ডেস্ক : বিগ বস গেম শো থেকে জনপ্রিয় হয়েছেন তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। যদিও তারা ইতিমধ্যে বড় পর্দায় ও ছোটো পর্দায় কাজ করে ফেলেছেন। ধারাবাহিক থেকে বলিউড সিনেমা অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় দুজনেই। তবে ‘বিগ বস’-এ অংশগ্রহন করার পর আরও জনপ্রিয় হয়ে যান তারা। ‘বিগ বস’-এর লড়াইয়ে প্রথম হন তেজস্বী। তবে তিনি এই গেম শো-তে প্রথম হলেও তিনি আরও একটি সম্পদ পেয়েছেন এই গেম শো থেকে।

তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা

বিগ বস-এ যোগদান করার পর তেজস্বী ও করণের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক মজবুত হয়েছে। দুজন দু’জনের পাশে থেকেছেন। এভাবেই ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসেছেন। তবে বর্তমানে ‘বিগ বস’-এর ঘরে না থাকলেও বাস্তবে তারা এখনও প্রেমিক প্রেমিকা। তবে তারা নিজেদের সম্পর্ককে গোপন রাখেননি। প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন।

তাদের একসঙ্গে মাঝেমধ্যেই দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি এসকালেটর সিঁড়ি দিয়ে একদিক থেকে করণ কুন্দ্রা নামছেন ও অপর দিক থেকে তেজস্বী উঠছেন। সিঁড়ি চলতে চলতে একসময় তারা একে অপরের পাশাপাশি চলে আসেন।

আকষণীয় ডিজাইনের সঙ্গে দারুণ ফিচার নিয়ে বাজারে অপোর নতুন স্মার্টফোন

এরপরই একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেজস্বীর পরনে রয়েছে একটি কমলা রঙের পোশাক ও করণের পরনে রয়েছে লেদার জ্যাকেট ও শার্ট প্যান্ট। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।