প্রকাশ্য মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো স্বপ্না, ভাইরাল ভিডিও

স্বপ্না চৌধুরী

বিনোদন ডেস্ক : ফের ভাইরাল হল ইন্টারনেট সেনসেশন স্বপ্না চৌধুরীর আরও একটি জমজমাটি নাচের ভিডিও। তবে তিনি বরাবরই নেট দুনিয়ার হট সেনসেশন। সময় যেমনভাবে প্রতিনিয়ত মানুষ আপগ্রেড হচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়াও মানুষের চাহিদা অনুযায়ী নিয়মিত আপডেট হয়েই চলেছে। আর সোশ্যাল মিডিয়া মানেই এখন মুঠোফোনের চাহিদা, যার মাধ্যমে আমরা গোটা বিশ্বের সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রাখতে পারছি। আট থেকে অষ্টাদশী সবারই নিজেদের প্রতিভার ভিডিও এখানে ভাইরাল হচ্ছে।

স্বপ্না চৌধুরী

বর্তমানে সেলিব্রিটি থেকে ঘরোয়া মহিলারা সবাই ট্রেন্ডিং গানের তালে তাল মেলাতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ার একজন দুর্দান্ত সেনসেশন হলেন স্বপ্না চৌধুরী। তিনি একজন দাপুটে নৃত্যশিল্পী হিসেবে বরাবরই পরিচিত। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও পোস্ট করা হল। স্বপ্না চৌধুরীর বেশিরভাগ ভিডিওই নানারকম অনুষ্ঠানের হয়। তিনি নানা জায়গায় ফাংশনে নেচে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গিয়েছে, তিনি একটি হরিয়ানভি গানের তালে দুর্দান্ত কোমর দোলালেন প্রকাশ্যে স্টেজের মধ্যে। তাঁর চারপাশে লোকজন ভর্তি। যদিও এই মহিলাকে এখন সেলিব্রিটি দলেও ফেলা যায়। কারণ একবার তিনি বিগ বস হাউসেও প্রতিযোগী হয়েছিলেন। কিন্তু মাঝ পথেই বেরিয়ে যান তিনি। এবার তাঁকে দেখা গেল, খোলা স্টেজের মধ্যে নাচতে। যেখানে তিনি নীল বর্ণের একটি সালোয়ার-কামিজ পরে, সুন্দর করে সেজে দুর্দান্ত নাচলেন সবার সামনেই।

सपना चौधरी का आजतक सबसे सुपरहिट सांग जिसने कुरुछेत्र में हंगामा मचा दिया  Song 2022

তাঁর নাচ দেখে বোঝাই যায় যে, তিনি অত্যন্ত দক্ষ নাচে। যা দেখেই পুরুষ নেটিজেনরা রীতিমতন ভিরমি খেয়েছেন। পাশাপাশি ওই অনুষ্ঠানের দর্শকরাও পাগল হয়ে গেল তাঁর শরীরী হিল্লোল এবং কোমরের ঠুমকা দেখে। যা দেখে ইতিমধ্যেই ক্লিনবোল্ড হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ক্যাফেতে গিয়ে হেনস্তার শিকার উত্তম কুমারের নাতবউ

তাঁর দুর্দান্ত নাচের স্টাইল এবং তুখর এক্সপ্রেশন, অঙ্গভঙ্গির পারদর্শীতা সবটা দেখেই মাতোয়ারা গোটা সাইবারবাসী। সম্প্রতি, স্বপ্না চৌধুরী (Sapna Chaudhary)র ভিডিও দুর্দান্ত ভাইরাল হয়েছে Rathore Cassettes নামক একটি ইউটিউব চ্যানেল থেকে।