প্রকাশ্যে রাস্তায় তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী

তুমুল ড্যান্স

বিনোদন ডেস্ক : এখনকার দিনে সোশ্যাল মিডিয়াই হল আমাদের একমাত্র বিনোদন ক্ষেত্র। এখানে লাগাতার একেকটা গান ভাইরাল হচ্ছে এবং এই গানগুলির সঙ্গে নাম করে ভাইরাল হচ্ছেন একেকজন সুন্দরী যুবতী। এবার খোলা রাস্তার মাঝেই এক যুবতী অসাধারণ নৃত্য পরিবেশন করলেন।

তুমুল ড্যান্স

তাও আবার টলিউডের আইকনিক গান ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটির সহিত। সোশ্যাল মিডিয়ায় হিন্দি গানের পাশাপাশি প্রতিনিয়ত নানারকম আঞ্চলিক ভাষার গানও ভাইরাল হয়ে যাচ্ছে। দেবশ্রী রায়ের অভিনীত এই গানটি এখনও সবার কাছে এভারগ্রীন। সেই সময়েই অভিনেত্রীর এই গানের সহিত অসাধারণ নাচ মানুষকে পাগল করে দিয়েছিল।

এবার ওই সুন্দরী রমণী অসাধারণ নৃত্য পরিবেশন করে ইন্টারনেটের সেনসেশন হয়ে গেলেন। ইতিমধ্যেই এই যুবতীর অসাধারণ নাচ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই নাচ দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন। তবে তাঁর এই ভিডিওর বেশি আকর্ষণী ছিল, তিনি এই নাচটি যেখানে পরিবেশন করেছেন সেই দিকে। কারণ শুধু রাস্তায় নয়, কখনো রেলওয়ে স্টেশন, আবার কখনও মেইন রাস্তার উপরেই এই গানের সহিত নানা ভঙ্গিতে নাচতে শুরু করলেন। একেবারে নিজেকে উজাড় করে নাচলেন এক সুন্দরী যুবতী।

তাঁর পরনে ছিল, একটি গোলাপী বর্ণের শাড়ী, যেটিকে তিনি হাঁটু পর্যন্ত পরে নিয়েছিলেন। সঙ্গে দুটি বেনি, ন্যুড মেকআপ সেজেই অসাধারন নাচলেন এই রমনী। কখনো স্টেশনে, কখনো মেইন রাস্তার এক পাশে দাঁড়িয়ে সুন্দর করে শরীরী হিল্লোল তুললেন এই রমনী। তাঁর কোমরের ঠুমকা, শরীরের অঙ্গভঙ্গির পারদর্শীতা, নজরকাড়া এক্সপ্রেশন সবেতেই এই তরুণী সবাইকে ক্লিনবোল্ড করে দিলেন। মেয়েটির নাম বিজয়া প্রামাণিক, মেয়েটি থাকেন ধুবুলিয়া, নদিয়া জেলায়।

বুঝতেই পারেননি তিনি গর্ভবতী, হঠাৎ সন্তানের জন্ম দিলেন তরুণী

কবিতা কৃষ্ণমুর্তির গাওয়া এই অসাধারণ গানটিতে অসাধারণ পারফরম্যান্স করা এই সুন্দরী তন্বীর ভিডিওটি, সম্প্রতি চিত্রায়ণ নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে। যাতে এখনও পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা ছাড়িয়েছে।