প্রকৃতির মাঝে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

সুন্দরী যুবতী

বিনোদন ডেস্ক : এবার ‘শাল তলে বেলা ডুবিল’ ঝুমুর গানের তালে তুখোড় নাচলেন একজন সুন্দরী যুবতী। বর্তমানে মার্কেটে নতুন নতুন গানের ভরপুর সেনসেশন নেটিজেনদের মন খারাপকেও চটজলদি ভাল করে দিচ্ছে। আর এই গানের সঙ্গে কোমর দুলিয়েই একেকটা ইন্টারনেট সেনসেশন ক্রমাগত ভাইরাল হয়ে যাচ্ছে। যেখানে বাকি নেই সেলিব্রিটিরাও।

সুন্দরী যুবতী

রিলের সঙ্গে সঙ্গে একাধিক ইউটিউব ভিডিও বানিয়েও তাক লাগিয়ে দিচ্ছে সবাই। যদিও মার্কেটে পুরোনো গানগুলিকে এখন নতুনভাবে সৃষ্টি করা হচ্ছে। সাধারণত, পল্লীগীতি বা লোকগীতি যেকোনো বাঙালির কাছেই ইমোশন। কারণ এই গানগুলির মধ্যে যেন মাটির গন্ধ লুকিয়ে থাকে। বাংলা গানের অনেক ধাপ। তার মধ্যে একটি হল এই পল্লীগীতি বা লোকগীতি এবং বাউল। আধুনিক গানগুলির চাইতেও এই গানের নাচগুলির বেশি জনপ্রিয়তা।

এবার একটি অসাধারণ পল্লীগীতির সঙ্গে দুর্দান্ত কোমর দোলালেন একজন সুন্দরী যুবতী। তবে এই রমণী টির নাচ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কারণ তিনি মাঝে মধ্যেই নানারকম নৃত্যের ডালি নিয়ে হাজির হন, সোশ্যাল মিডিয়ায়। এবারেও তিনি খোলা প্রকৃতিকেই বেছে নিলেন, নিজের অনবদ্য নাচের জন্যে।

Shal Tole Bela Dubilo Dance |😍শাল তলে বেলা ডুবিল গানের নাচ | Folk Dance | DanceStarMou.

‘শাল তলে বেলা ডুবিল’ গানটির সঙ্গে তিনি অসম্ভব সুন্দর পোশাকও বেছে নিয়েছেন। তাঁর পরনে ছিল, লাল-কমলা শাড়ি। মাথায় সুন্দর করে সাইড করে খোপা বেঁধে চুল ছাড়া, সঙ্গে পল্লীগীতি নৃত্যের যেরকম গহনা থাকে সেই গহনাতে নিজেকে মোড়া, আর হাঁটু পর্যন্ত শাড়ী পরে, আকর্ষণীয় ভাবে নিজেদের প্রেজেন্ট করলেন তিনি। খোলা প্রকৃতির মধ্যেই প্রাণবন্ত ভাবে নাচলেন তিনি।

যেসব ফোনে আর চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

তিনি এই গানটির প্রতিটি লাইনের সঙ্গে রীতিমতন তালে তাল মিলিয়ে নাচলেন। তাঁর অসাধারণ এক্সপ্রেশন, কোমরের ঠুমকা এবং শরীরি হিল্লোল মাত করে দিল সোশ্যাল মিডিয়াবাসীদের। তাইতো এই ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক হাজারের বেশি মানুষজন দেখে ফেলেছেন। Dance Star Mou নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হয়েছে। মেয়েটির নিজের নামই মৌ।