বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলার রেজার সিরিজের ফ্লিপ স্টাইল স্মার্টফোন বাজারে যথেষ্ট জনপ্রিয়। এই বছর এই সিরিজে Motorola Razr 60 Ultra নামের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে এই ফোনটি ভারতে সার্টিফাইড হয়ে গেছে এবং শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা টিজার শেয়ারের আগেই ফোনটির রেন্ডার প্রকাশ্যে এসে গেছে। এর ফলে Razr 60 Ultra ফোনের ডিজাইনের পাশাপাশি একটি কালার অপশন সম্পর্কেও জানা গেছে। জানিয়ে রাখি কিছু দিন আগে গীকবেঞ্চে এই ফোনটি Motorola Razr Ultra 2025 নামে লিস্টেড হয়েছিল এবং সম্ভবত অফিসিয়ালি এই নামেই ফোনটি লঞ্চ করা হবে।
অ্যান্ড্রয়েড হেডলাইন্সের শেয়ার করা রেন্ডারে ফোনটি ডার্ক গ্রীন কালার অপশনে দেখা গেছে। এটি গত বছরের স্প্রিং গ্রীন কালারের চেয়ে কিছুটা আলাদা।
ফোনটির ব্যাক প্যানেলে ফক্স লেদার ফিনিশ রয়েছে। জানিয়ে রাখি রেজার 50 আলট্রার সবকটি ভেরিয়েন্টেই এই ফিনিশ দেওয়া হয়েছে। রেন্দারে ফোনটির সাইড ফ্রেম বেশ উজ্জ্বল দেখতে।
আগের মডেলের মতোই ফোনের কভার ডিসপ্লে বেশ বড় হবে এবং এটিই সম্ভবত এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হতে চলেছে। এই ফোনের কভার স্ক্রিনও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ কভার করে রয়েছে।
Motorola Razr 60 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনের কভার ডিসপ্লে 4 ইঞ্চির ডায়াগোঙাল সাইজের হতে পারে। অন্যান্য ফ্লিপ ফোনের থেকে কিছুটা আলাদা হয়ে Motorola ফ্লিপ ফোনের কভার স্ক্রিনে সমস্ত অ্যাপ চালানো যায়। ইউজাররা এই স্ক্রিনে ভিডিও দেখতে এবং গেম খেলতেও পারবেন। এছাড়াও এতে নোটিফিকেশন অ্যাক্সেস করা, Gemini ব্যাবহার করা এবং ফুল স্ক্রিন কীবোর্ড ব্যাবহার করা যাবে।
এই ফোনটির সফটওয়্যার সম্ভবত স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি রাখা হবে। এতে ফোল্ডিং ফোনের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য কিছু বিশেষ ফিচার যোগ করা হতে পারে। ইউজাররা তাদের পছন্দের অ্যাপ কভার স্ক্রিনে পিন করে রাখতে পারবেন।
এই কভার স্ক্রিন সেলফির জন্য প্রিভিউ হিসাবে ব্যাবহার করা যাবে এবং ইউজাররা জেসচার ব্যাবহার করে গ্রুপ ফটো বা কোলাজ তুলতে পারবেন।
আগামী এপ্রিল মাসে Motorola Razr 60 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে এবং এতে ফ্ল্যাগশিপ গ্রেড Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে। সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি এই চিপসেট, 12GB RAM এবং অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড করা হয়েছিল। জানিয়ে রাখি Snapdragon 8 Elite প্রসেসর আগের মডেলের Snapdragon 8s Gen 3 প্রসেসরের তুলনায় অনেকটাই শক্তিশালী।
রেজার 50 আলট্রা ফোনের প্রাথমিক দাম ছিল 99,999 টাকা। আপাতত এই আপকামিং ফোনটির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এই বিষয়ে কোনো তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।