ফোনের ক্ষমতা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিও যুক্ত হচ্ছে, যার ফলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ফোনের গুরুত্ব বেড়ে গেছে। তবে ভালো কনফিগারেশনের ফোনের দাম অনেক বেশি হওয়ায় বাজেট স্বল্পতার কারণে অনেকেই পুরনো ফোন কেনেন।
তবে পুরোনো ফোন কেনাটা কিছুটা ঝুঁকির। অনেক ফোনে সমস্যা থাকার কারণেও অনেকে ফোন বিক্রি করে দিতে চান। এছাড়াও নানা ধরনের অপকৌশল এতে থাকতে পারে, তাই পুরনো ফোন কেনার সময় অবশ্যই কিছু বিষয় সতর্কতার সঙ্গে খেয়াল রাখা প্রয়োজন।
চলুন জেনে নেয়া যাক পুরোনো স্মার্টফোন কেনার আগে যে সব বিষয়ে খেয়াল রাখতে হবে-
ফোনের অবস্থা
পুরনো ফোন কেনার আগে ফোনের বাহ্যিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করতে হবে। পর্দায় কোনো দাগ বা ফাটল আছে কিনা, বাটনগুলো ঠিকমতো কাজ করছে কিনা, এসব দেখতে হবে।
ফোন কতদিন পুরনো
ফোনটির মডেল এবং বয়স জানা জরুরি। বেশি পুরনো ফোন হলে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট পেতে সমস্যা হতে পারে। ফোনের মডেল ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা উচিত।
আইএমইআই নম্বর পরীক্ষা করা
ফোন কেনার সময় অবশ্যই আইএমইআই নম্বর যাচাই করতে হবে, যাতে ফোনটি চুরি বা হারানো ফোন না হয়। চুরি করা ফোন হলে আইনগত জটিলতা দেখা দিতে পারে।
বিক্রেতার পরিচয় ও কাগজপত্র
বিক্রেতার পরিচয় সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে। বিক্রেতা নিজে ফোনটি ব্যবহার করতেন কিনা বা অন্য কারোর ফোন কিনিয়ে দিচ্ছেন, তা জানুন। পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ফোন কেনাই নিরাপদ। ফোনের সব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা উচিত।
অপারেটিং সিস্টেম
ফোনে সর্বশেষ হালনাগাদ অপারেটিং সিস্টেম আছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আরও কতগুলো হালনাগাদ পাওয়া যাবে, সেটাও জানা দরকার। অপারেটিং সিস্টেম পুরোনো হলে ফোন ধীরগতির হয়ে যেতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ে।
ফোনের কার্যকারিতা পরীক্ষা
ফোনে বিভিন্ন অ্যাপ, ক্যামেরা ও ইন্টারনেট দ্রুত ও সমস্যা ছাড়া কাজ করছে কিনা তা পরীক্ষা করতে হবে। ধীরগতি বা অন্য কোনো ত্রুটি থাকলে বুঝতে পারবেন।
ব্যাটারির কার্যকারিতা
ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ অংশ। ফোনের ব্যাটারি একবার চার্জ দিয়ে কতক্ষণ কাজ করে তা পরীক্ষা করতে হবে। পাশাপাশি চার্জার সঠিকভাবে কাজ করছে কিনা সেটিও দেখতে হবে।
পুরনো ফোন কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখলে নিরাপদ ও সন্তোষজনক ক্রয় নিশ্চিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।