মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং। তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে সংগীত জগৎ ও অসংখ্য ভক্ত। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে মুখ খুলেছেন প্রশান্তের স্ত্রী মার্থা অ্যালি।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মার্থা স্পষ্ট করে জানান, প্রশান্তের মৃত্যু কোনও রোগ, দুর্ঘটনা কিংবা ষড়যন্ত্রের কারণে হয়নি। এটি ছিল একেবারেই স্বাভাবিক মৃত্যু। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত, আর সেই সময় তিনি স্বামীর পাশেই ছিলেন। মার্থা বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তখন তার পাশেই ছিলাম।
এদিকে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার এডিসিপি অভিমন্যু পোস্বাল জানান, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনও ধরনের সন্দেহজনক বিষয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।
সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মার্থা জানান, স্বামীর মৃত্যুর পর তিনি সারা বিশ্ব থেকে ভালোবাসা ও সহানুভূতির বার্তা পাচ্ছেন। ফোনকল, মেসেজ, ফুলে ভরে গেছে তাদের বাড়ি। অনেক মানুষ বাড়ির বাইরে ও হাসপাতালে জড়ো হয়েছেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে। তিনি বলেন, আমি কখনো ভাবিনি এত ভালোবাসা পাব। যারা আমাকে চেনেন, আবার যারা চেনেন না সবাই পাশে দাঁড়িয়েছেন। এটা আমার জন্য ভীষণ আবেগের। মার্থা আরও বলেন, প্রশান্ত একজন অসাধারণ মানুষ ছিলেন এবং সবাই যেন তাকে সেইভাবেই মনে রাখেন। তিনি ভক্তদের কাছে প্রয়াত স্বামীর আত্মার শান্তির জন্য প্রার্থনার আবেদন জানান।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল সিজন থ্রি জিতে দেশজুড়ে পরিচিতি পান প্রশান্ত তামাং। পরে নেপালি চলচ্চিত্রেও তিনি নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে নেপালি সিনেমায় তার অভিষেক হয়। সম্প্রতি তাকে দেখা গেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজনে। এছাড়া সালমান খানের আসন্ন সিনেমা ব্যাটল অব গালওয়ান-এ তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছিল।
সূত্র: বলিউড লাইফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


