প্রসেনজিৎতের পথেই হাঁটলেন ছেলে তৃষানজিৎ

প্রসেনজিৎ ও তৃষানজিৎ

বিনোদন ডেস্ক : ছেলেকে নিয়ে বরাবরই আবেগঘন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে তৃষানজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে মিশুক নামেই পরিচিত তৃষানজিৎ। জীবনের প্রথম স্টেজ প্লে-তে অংশ নিতে চলেছে মিশুক।

প্রসেনজিৎ ও তৃষানজিৎ

‘লর্ড অব দ্য ফাইলস’ নামে এক সড়েজ প্লে-তে মুখ্য চরিত্রে অভিনয় করছে মিশুক। মূলত এটি মিশুকের কলেজের একটি পারফরম্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্কুলের পাঠ শেষ করে বর্তমানে কেরালার এক কলেজে পড়ছে মিশুক। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায় বেশি আগ্রহী প্রসেনজিৎ পুত্র।

শুক্রবার ছেলেকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ এক পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্লে-র পোস্টার শেয়ার করে মিশুককে শুভেচ্ছা জানালেন বুম্বা দা। সঙ্গে এও লিখলেন, জীবনের প্রথম সবকিছু সবসময় সেরা হয়।

এই মুহুর্তে বুম্বা দা মুম্বইয়ে জমিয়ে ‘জুবলি’ এর প্রচার সারছেন। বলিউডের ইতিহাসের গল্প শোনাতে ওয়েবে প্রথমবার আসছেন তিনি। বিক্রমাদিত্য মোতায়েনের এই সিরিজ তুলে ধরবে স্বাধীনতা পরবর্তী সময় বলিউড তৈরির ইতিহাসের গল্প।

বিনামূল্যে কল দিয়ে জানা যাবে পাসপোর্টের সকল তথ্য

এই সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাব্বি, রাম কাপুর সহ আরোও অনেকেকে। এই সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ঝলক নজর কেড়েছিল দর্শকের। এখন অপেক্ষা সিরিজ স্ট্রিমিং এর।