বিনোদন ডেস্ক : আচ্ছা আর কবে বিয়ে করবেন বলুন তো? এই প্রশ্ন তো আপনাদেরও অহরহ শুনতে হয় তাই না? শুধু তাই নয়, আর কি বিয়ে করবি না? এভাবে আর কতদিন ঘুরবি? আরে বাবা লোকে কী বলবে! আত্মীয়-পরিজন থেকে বন্ধুবান্ধব সকলেই তো এমন প্রশ্ন আমআদমিদেরই করে থাকে। তাহলে অভিনেতা-অভিনেত্রীরাই বা বাদ যায় কেন বলুন তো! তাঁদের চেনা গণ্ডি তো আরও অনেকটাই বেশি। তাই হামেশাই হাজারও প্রশ্নের সম্মুখীন হন তাঁরা। ঠিক যেমনটা হয়েছে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার ক্ষেত্রেও। তেরো বছরের সম্পর্ক তাঁদের। ইন্ডাস্ট্রির গুরুজন থেকে ভক্তেরা সকলেই জুটি হিসেবে পছন্দও করেন তাঁদের যথেষ্ট। কিন্তু হঠাৎ এত বছরের প্রেমের পর ‘বিয়ে না করার’ সিদ্ধান্তের পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। সব প্রশ্নের উত্তর দিতে অবশেষে মাঠে নামলেন খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শনিবার দুপুরে হঠাৎই অঙ্কুশের একটি সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয় জল্পনা। সেথানে অভিনেতা আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-র দিন তাঁদের সম্পর্কের ১৩ বছরের পদার্পণের কথা লেখেন। দু’জনের একটি সুন্দর মুহূর্তের ছবিও শেয়ার করেন। একইসঙ্গে আবার লেখা শুরুই করেন “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না।” আর সেখান থেকেই শুরু হয় চর্চা। ব্রেক আপ থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন উঠতে থাকে। অঙ্কুশের পোস্টের কিছুক্ষণের মধ্যেই লেখাটি রি-পোস্ট করেন ঐন্দ্রিলাও।
হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিয়ে যখন চারিদিকে নানা আলোচনা, ঠিক তখনই রবিবার দুপুরে হঠাৎই আরও একটি পোস্ট সামনে আসে। ঐন্দ্রিলা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী ঐন্দ্রিলাকে ফোন করেছেন বুম্বাদা। অঙ্কুশের সঙ্গে তাঁর কথোপকথন শোনা যাচ্ছে সেখানে। বুম্বাদা বলছেন, “আচ্ছা তোরা কি করছিস বলতো, আমি তোদের ভালোবাসি, স্নেহ করি তাই বলে এই… বিয়ে রেজিস্ট্রি কী করেছিস।”। অঙ্কুশের জিজ্ঞাসা, “কেন দাদা কী করলাম?” বুম্বাদার গম্ভীর কণ্ঠে জবাব “এই যে তোদের ফেসবুক পোস্ট। তেরো বছরের সম্পর্ক। আমার সমস্যা হয়ে যাচ্ছে। সকলে জানে আমি তোমাদের গুরুজনের মতো। সকলে আমাকে জিজ্ঞেস করছে, ওদের এত বছরের প্রেম ওঁরা বিয়ে করবে না কেন, নাকি বিয়ে করে ফেলেছে”। অঙ্কুশ- “না না দাদা হলে তো জানতেই পারতে”। বুম্বাদা- “হ্যাঁ তাহলে করো। এখনও বিয়ে করছো না কেন? ডেটটা অ্যানাউন্স করো।” একথা বলেই ফোন কেটে দিলেন বুম্বাদা। এরপর অঙ্কুশকে শোনা গেল ঐন্দ্রিলাকে বলতে, “আমাদের ১৪ ফেব্রুয়ারি ১৩ বছর হচ্ছে। এখনও কেন বিয়ের দিন সকলকে বলছি না। কিন্তু আমি বুম্বাদাকে কারণটা বলতে পারবো না। তুমি বললে বলে দাও”। ঐন্দ্রিলার বক্তব্য, “লোক সমাজে মুখ দেখাতে পারছি না। কীভাবে বলব।” তারপর দু’জনের মধ্যে কথা হল ১৪ ফেব্রুয়ারি বুম্বাদা এমনিতেই জেনে যাবে। তাই এখন বিষয়টা খানিক চেপেই যাচ্ছেন তাঁরা।
বিয়ে কেন হচ্ছে না ১৪ ফেব্রুয়ারি জানা যাবে একেবারে এপিসোড করে প্রকাশ করলেও পুরো বিষয়টাই এখনও অজানা দর্শকের কাছে। তবে কি ভালোবাসার দিনই প্রকাশ্যে আসবে বিয়ের ডেট? দেখা যাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।