বিনোদন ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তিনি। জনপ্রিয় অভিনেতাই নয়, তাকেই ইন্ডাস্ট্রি বলে অনেকে। জীবনের একটা দীর্ঘ সময় দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে। একটা সময় যখন ইন্ডাস্ট্রি ডুবতে বসেছিলো সেই সময় একা হাতে ইন্ডাস্ট্রিকে টেনে তুলেছিলেন তিনি।
একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমরা কার কথা বলছি। কমার্শিয়াল ছবি থেকে শুরু করে আর্ট ফিল্ম সবেতেই যার অবাধ বিচরণ, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমান বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। সম্প্রতি তার ছোটোবেলার একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমত নস্টালজিয়ায় ভাসছে প্রসেনজিৎ প্রেমীরা।
ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, খাওয়ার টেবিলে বসে রয়েছে বুম্বাদা। সামনে খাবারের প্লেট রেখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়লেও কর্মজীবনে সবসময়ই নিজেকে সেরা প্রমাণ করেছেন বুম্বাদা। নিজের জীবনে যাই হোক, অভিনয়ে কখনও কোনো ত্রুটি রাখেননি। যাইহোক, এইসব কথা কমবেশি সকলেই জানলেও খুব কম মানুষই জানেন যে, অল্প বয়সেই অভিনয় জগতে পদার্পণ তার।
রত্না দেবী ও বিশ্বজিৎ চ্যাটার্জির পুত্র প্রসেনজিৎ প্রথমে একজন শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে আসেন। জানিয়ে রাখি, ঋষিকেশ মুখার্জির ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’তে শিশুশিল্পী হিসেবে প্রথম দেখা যায় তাকে। এরপর তাকে প্রথমবারের মতো লিড রোলে দেখা যায় ‘দুটি পাতা’ ছবিতে। তার পরবর্তী ছবি ‘অমর সঙ্গী’, সুজিত গুহর পরিচালনায় ব্লকব্লাস্টার হিট প্রমাণিত হয়।
‘অমর সঙ্গী’ ছবির পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘দোসর’ ছবির সৌজন্যে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর ২০০৯ সালে আবার ঋতুপর্ণ ঘোষের ছবি ‘সব চরিত্র কাল্পনিক’ ছবির জন্য আবারও জাতীয় পুরস্কার পান তিনি।
৪ বছর বয়সী শিল্পীর আঁকা রাজকুমার হ্যারির ছবি বিক্রি হয় লাখ টাকায়
পাশাপাশি এন্টনি ফিরিঙ্গি, মনের মানুষ, জাতিস্মর, অটোগ্রাফ, ক্ষত, প্রাক্তন, শঙ্খচিল-এর মতো দূর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। যাইহোক, বুম্বাদার এই ছোটোবেলার ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসাবার্তায়। কেউ লিখেছেন, আমাদের ছোট্ট বুম্বাদা। আবার কেউ লিখেছেন, খুব মিষ্টি লাগছে। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।