বিনোদন ডেস্ক : বাংলা ছবির জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটাই যথেষ্ট। টলিউডের জগতে ‘ইন্ডাস্ট্রি’ নামেই পরিচিত তিনি। দীর্ঘ অভিনয় জীবনে দক্ষ অভিনয়ের দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন বারে বারে। প্রায়ই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে অভিনয়ে তুখড় হলেও পড়াশোনায় কেমন ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? আজ সেটাই জেনে নেওয়া যাক বংট্রেন্ডের পর্দায়।
অনেক ছোট বয়সেই অভিনয়ের জগতে এসেসিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৯৬৮ সালে বাবার হাত ধরেই প্রথম আত্মপ্রকাশ হয়েছিল সিনেমায়। তখন শিশুশিল্পী হিসাবেই অভিনয় করেছিলেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’তে। এরপর নায়ক হিসাবে প্রথম ছবি করেন ১৯৮৩ সালে, ছবির নাম ছিল ‘দুটি পাতা’।
প্রসেনজিৎ যখন নায়ক হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন তখন প্রয়াত হয়ে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। ২৪শে জুলাই ১৯৮০তে প্রয়াত হন উত্তম কুমার আর প্রসেনজিৎ টালিউডে আসেন ১৯৮৩ সালে। এরপর থেকে একেপির এক সুপারহিট ছবি উপহার দিতে থাকেন দর্শকদের। সাথে ইন্ডাস্ট্রির নব মহানায়ক হিসাবে উঠে আসেন।
অভিনয়ের জন্য নিজের সবটুকুই দিয়েছিলেন তিনি, বদলে জনপ্রিয়তাও পেয়েছিলেন বিপুল। তাঁর কথা বলার স্টাইল, হাত চলা এমনকি অভিনয় সবটাই মিশে গিয়েছিল দর্শকদের সাথে। লোকে তখন ‘পোসেনজিৎ’ হয়ে উঠছিল তাঁকে অনুপ্রেরণা করে। এভাবেই দর্শকের পর দশক অভিনয় করেছেন সাথে নিজেরই অভিনয়কেও উন্নত করে তুলেছেন প্রতিবারে।
কিন্তু এবার প্রশ্ন হল অভিনয়ে ১০০ তে ১০০ পেলেও বাস্তবে পড়াশোনায় কেমন ছিলেন অভিনেতা? এই প্রশ্নটার উত্তরের জন্যই অপেক্ষায় রয়েছেন অনেকেই। কিছুদিন আগে রানী রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়ার সাথে ‘আয় খুকু আয়’ ছবি রিলিজ হয়েছিল। সেই সময় ছবির প্রচার চলাকালীন নিজের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে মন্তব্য করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সাক্ষাৎকারে বুম্বাদা জানান, মাধ্যমিকে ৬০ শতাংশের ওপর নাম্বার পেয়েছিলেন তিনি। অর্থাৎ শুধু অভিনয়েই নয় পড়াশোনাতেও কিন্তু বেশ ভালো ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।