যে কারণে বিচ্ছেদের পথ বেছে নেন প্রসেনজিৎ-দেবশ্রী

প্রসেনজিৎ-দেবশ্রী

বিনোদন ডেস্ক : বিনোদুনিয়ার তারকাদের কাছে একাধিক বিয়ে, সম্পর্ক জলভাত। এমন কটাক্ষ নতুন নয় অভিনেতা অভিনেত্রীদের কাছে। আমজনতার ধারণাকে সত‍্যি করে অনেক তারকাই একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। টলিউডের মূলত অভিনেত্রীরাই একাধিক সম্পর্কের অভিযোগে কটুক্তি শুনলেও অভিনেতারাও কিন্তু কম যান না। এই তালিকায় নাম রয়েছে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়েরও।
প্রসেনজিৎ-দেবশ্রী
টলিউডের প্রিয় ‘বুম্বাদা’, ইন্ডাস্ট্রির অভিভাবক স্বরূপ। অভিনয়ই তাঁর ধ‍্যান জ্ঞান। কিন্তু প্রসেনজিতের ব‍্যক্তিগত জীবন যে সবসময় খুব একটা সুখের কাটেনি তা সকলেই জানেন। দু দুটো বিয়ে ব‍্যর্থ হওয়ার পর এখন অর্পিতা চট্টোপাধ‍্যায়ের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা।

তবে তাঁর প্রাক্তন স্ত্রীদের নিয়ে চর্চা কম হয় না। বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ এখনো সিনেপ্রেমীদের মধ‍্যে গসিপের মুখরোচক টপিক। ১৯৯২ সালে বিয়ে হয়েছিল প্রসেনজিৎ দেবশ্রীর। তবে তার অনেক আগে থেকেই ভাল সম্পর্ক ছিল দুজনের। বন্ধু থেকে সহ অভিনেতা হয়েছিলেন প্রসেনজিৎ। প্রেমে পড়তে বেশি সময় লাগেনি তাঁদের।

প্রসেনজিৎ দেবশ্রীর বিয়ে টলিউডের সবথেকে চর্চিত বিয়েগুলির মধ‍্যে একটি। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। শোনা যায়, বিয়ের পরপরই দাম্পত‍্য জীবনে একাধিক অশান্তি শুরু হয়েছিল তাঁদের। তিন বছর পরেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত বদলান প্রসেনজিৎ দেবশ্রী। তাঁদের বিয়ে নিয়ে যতটা চর্চা হয়েছিল, বিচ্ছেদ নিয়ে তার দ্বিগুণ চর্চা শুরু হয় যা চলছে এখনো।

না, বিচ্ছেদ নিয়ে কখনো কোনো মন্তব‍্য করেননি প্রসেনজিৎ দেবশ্রী। বরং তারপর থেকে একে অপরের ব‍্যাপারে যেকোনো মন্তব‍্য করা এড়িয়েই যেতেন তাঁরা। প্রসেনজিতের বিষয়ে প্রশ্ন করায় নাকি একবার রীতিমতো রেগেও গিয়েছিলেন অভিনেত্রী। অতি সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে দেবশ্রীর সঙ্গে কাজের প্রসঙ্গ উঠলেও এড়িয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ।

কিন্তু যে সম্পর্ক এত সুন্দর ছিল তার এই পরিণতি হল কীকরে? প্রসেনজিৎ দেবশ্রী স্পষ্ট করে কোনো কথা না বললেও টলিপাড়ার অন্দরের গুঞ্জন, দেবশ্রীর প্রতি নাকি প্রচ্ছন্ন হিংসা জন্মেছিল প্রসেনজিতের মনে। ‘উনিশে এপ্রিল’ ছবিতে সেরা অভিনেত্রীর জন‍্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন দেবশ্রী। তাতেই নাকি ক্ষুন্ন হয়েছিলেন প্রসেনজিৎ।

আবার এমনো শোনা যায়, অভিনেত্রী নাকি ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন‍্য তাঁদের বিয়ে ভাঙে। অন‍্যদিকে আবার আরেক সূত্রের দাবি, বিয়ের পর নাকি দেবশ্রীকে অভিনয় ছেড়ে দেওয়ার জন‍্য বলেছিলেন প্রসেনজিৎ। কোনটা সত‍্যি কোনটা মিথ‍্যে তা জানার উপায় না থাকলেও দুজনেই নিজের নিজের জীবনে ব‍্যস্ত হয়ে গিয়েছেন। প্রসেনজিৎ সংসারী হলেও দেবশ্রী আর বিয়ের নাম করেননি।

শুটিং ফেলে উধাও মিঠুন চক্রবর্তী