বিনোদন ডেস্ক : এই ছবিতে বাংলাদেশের অভিনেতা আবদুর রজ্জাক-এর অভিনয় করেছেন প্রসেনজিৎ। সেই অভিজ্ঞতা কখনও ভোলার নয় বলে বর্ণনা করেন প্রসেনজিৎ। ‘অন্যায় অত্যাচার’ ছবির সেই সংলাপ, ‘আমার বাবার নাম অন্যায় আর মায়ের নাম অত্যাচার।
আর এই অন্যায় অত্যাচারের মধ্যেই আমার জন্ম।’ আজ ‘এক মিনিটে প্রসেনজিৎ’ সিরিজে পুরনো ছবির স্মৃতি ফিরিয়ে আনলেন টলিউডের ইন্ডাস্ট্রি। ভাগ করে নিলেন ছোট ছোট অভিজ্ঞতার কথা।
সোশ্য়াল মিডিয়ায় আজ ‘অন্যায় অত্যাচার’ ছবির কিছু অভিজ্ঞতা বলেছেন প্রসেনজিৎ। এই ছবিতে বাংলাদেশের অভিনেতা আবদুর রজ্জাক এর অভিনয় করেছেন প্রসেনজিৎ। সেই অভিজ্ঞতা কখনও ভোলার নয় বলে বর্ণনা করেন প্রসেনজিৎ।
অন্যদিকে এই ছবিতে প্রসেনজিৎ-এর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন লাবণী সরকার । ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। লাবণী প্রসেনজিৎতের থেকে বয়সে অনেক ছোট। কিন্তু চরিত্রের জন্য অন ক্যামেরা অনেকবারই প্রসেনজিৎ পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন লাবণীকে।
প্রসেনজিৎ জানান, যে শটে ক্যামেরার সামনে তিনি লাবণীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, সেই শট হয়ে যাওয়ার পরেই লাবণী এসে পাল্টা পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতেন প্রসেনজিৎকে। বয়সে বড় অভিনেতার থেকে ক্যামেরার সামনেও প্রণাম নিতে নারাজ ছিলেন লাবণী।
প্রকাশ্য মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো স্বপ্না, ভাইরাল ভিডিও
সেই সময়ে যথেষ্ট সাফল্য পেয়েছিল এই ছবি। বাণিজ্যিক ছবিতে প্রসেনজিৎ তখন সফলতার শীর্ষে। এই ছবির সংলাপ, অভিনয় এখনও মনে আছে দর্শকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।