প্রসেনজিৎ ও দেব এর এই প্রথম জুটি, ছবি মুক্তি যেদিন

প্রসেনজিৎ ও দেব

বিনোদন ডেস্ক : দেব -প্রসেনজিৎ জুটিতে প্রথমবার ছবির নামে ‘কাছের মানুষ’। এর আগেও সৃজিতের ‘জুলফিকার ‘ ছবিতে কাজ করছিলেন দেব-প্রসেনজিৎ। তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি। ‘জুলফিকর’ ও ‘ককপিট’ ছবিতে দেখা গিয়েছিল বুম্বাদাকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। কথা ছিল পুজোতে মুক্তি পাবে এই ছবি। এবার সামনে এল এই ছবির মুক্তির তারিখ ।

প্রসেনজিৎ ও দেব

চমকটা বেশ কিছুদিন আগেই পাওয়া গিয়েছিল, প্রথমবার জুটিতে বাংলার দুই সুপারস্টার দেব ও প্রসেনজিৎ। তাঁদেরকে দেখা যাবে ‘কাছের মানুষ’ ছবিতে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। এই ছবির ঘোষণা হওয়ার পর থেকে ছবিটি নিয়ে মুখিয়ে রয়েছেন বুম্বা-দেবের ভক্তরা।

ছবিটি যে পুজোয় মুক্তি পাবে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার সামনে এল ছবি মুক্তির তারিখ। তবে তাতে রয়েছে টুইস্ট। আগামী ৩০ সেপ্টম্বর মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ-দেব অভিনীত ছবি ‘কাছের মানুষ’। আসলে এই দিনটা একটু বেশিই স্পেশ্যাল কারণ ৩০ সেপ্টম্বর বুম্বাদার হ্যাপি বার্থ ডে।

এই ছবিটি নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার। দেবের প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবার একফ্রেমে দেখা যাবে দুই তারকাকে। যদি এর আগেও সৃজিতের ‘জুলফিকার ‘ ছবিতে কাজ করছিলেন দেব-প্রসেনজিৎ। তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি। ‘ককপিট’ ছবিতেও দেখা গিয়েছিল বুম্বাদাকে।

এই ছবি মুক্তির তারিখ ঘোষণা করার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করে লেখেন, “পুজো কাটুক কাছের মানুষের সঙ্গে।” পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে দেব-প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন অভিনেত্রী ইশা সাহা। গত বছর মহালয়ার দিন প্রকাশ্যে আসে এই ছবির মোশন পোস্টার।

সেখানেই দেখা যাচ্ছিল সমান্তরাল রেললাইনে মুখোমুখি বসে দেব ও প্রসেনজিৎ একটি ট্রেন এগিয়ে আসছে তাঁদের দিকে। কিন্তু কেউই রেললাইন থেকে উঠে যাচ্ছেন না। ক্রমশই কি মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন তাঁরা। কালো পোশাকে প্রসেনজিতের লুক যেন ভেঙে পড়া চিন্তিত এক মানুষের প্রতিচ্ছবি আর উল্টোদিকে দেবের লুক দেখে মনে হচ্ছে যেন কোনও এক প্রশ্নের উত্তরের আশায় প্রসেনজিতের মুখোমুখি সে।

১ উপজেলায় ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে

ছবির শ্যুটিং হয়েছে শহর কলকাতার বিভিন্ন জায়গায়। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গ্রীষ্মের ছুটিতে। কিন্তু অবশেষে ছবিটি পূজোতেই মুক্তির সিদ্ধান্ত নেন প্রযোজক দেব। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী জুটির ছবি ‘কিশমিশ’। করোনা অতিমারির পর এই ছবি অন্যতম হিট দিয়েছে বাংলা সিনেমাকে।