ফুচকাওয়ালা হলেন দেব ও প্রসেনজিৎ, তুমুল ভাইরাল ভিডিও

দেব ও প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : প্রসঙ্গত বাংলার প্রথমসারির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শোয়ের কথা উঠলে প্রথমেই আসে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত গেম শো দিদি নাম্বার ওয়ানের নাম। এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সাধারন মানুষ থেকে সেলিব্রেটি সকলেই অংশগ্রহণ করে থাকেন এই শোয়ে। সিজনের পর সিজন ধরে বেড়েই চলেছে এই শোয়ের জনপ্রিয়তা।

দেব ও প্রসেনজিৎ

তবে এই কথা ঠিক দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রতিটা এপিসোড দর্শকদের অত্যন্ত পছন্দের হলেও যেদিন সেলিব্রেটিরা আসে সেই দিন এই শো দেখার মজা দ্বিগুণ হয়ে যায় দর্শকদের। ইদানিং আসন্ন সিনেমা ‘কাছের মানুষ’ এর প্রচারের কাজে তুমুল ব্যস্ত রয়েছেন দেব প্রসেনজিৎ দুজনেই। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছেন বহু প্রতীক্ষিত এই সিনেমা।

দেব প্রসেনজিৎ এই অভিনীত সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। বর্তমানে জোর কদমে সিনেমার প্রচার চালাচ্ছেন সুপারস্টার দেব এবং টলিউডের ইন্ডাস্ট্রি খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রিয়ালিটি শো সর্বত্র কাছের মানুষের প্রচারের জন্য পৌঁছে যাচ্ছেন এই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা সকলেই।

আর ইদানিং সিনেমার প্রচারের জন্য রিয়েলিটি শো এর মঞ্চে গিয়ে হাজির হওয়া অত্যন্ত প্রচলিত একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তেমনই আজই অর্থাৎ মহালয়ার দিন ‘দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সানডে ধামাকা এপিসোডে হাজির হবেন কাছের মানুষ সিনেমার এক ঝাঁক অভিনেত্রীরা সেই সাথে সিনেমার প্রমোশনে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত হতে দেখা গিয়েছে সুপারস্টার দেব অধিকারী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেও।

প্রসঙ্গত ইদানিং বেশচর্চায় রয়েছে প্রসেনজিৎ রচনা জুটির কেমিস্ট্রি। কখনো সোশ্যাল মিডিয়ার পাতায় রীল ভিডিওতে কিংবা কখনও সাক্ষাৎকারে নিজেদের দুর্দান্ত কেমিস্ট্রি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে জুটিকে। তাই আজকের এই সানডে ধামাকা এপিসোডও যে তার ব্যতিক্রম হবে না সে কথা বলাই বাহুল্য। গতকাল রাতেই দিদি নাম্বার ওয়ান এর একটি প্রচার ঝলকের ভিডিও নিজের ফেসবুকের পাতায় শেয়ার করে নিয়েছেন দেব.

আবারও মা হচ্ছে ঐশ্বর্য, বেবি বাম্প ঢাকতে এয়ারপোর্টে যা করলেন অভিনেত্রী

এই ভিডিওতে প্রথমেই দেখা গিয়েছে রচনা প্রসেনজিৎ জুটিকে একটি রোমান্টিক গানে নাচ করতে। শুধু তাই নয় এরপরেই দেখা যায় এবার সিনেমার প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসে ফুচকাও বিক্রি করে গেলেন প্রসেনজিৎ এবং দেব। যা দেখে রচনা ব্যানার্জি বলছেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রথম এবং শেষবারের জন্য ফুচকাওয়ালা হয়েছেন প্রসেনজিৎ এবং দেব।