দীর্ঘ ১১ বছর পর এক হলেন প্রসেনজিৎ-রচনা

প্রসেনজিৎ-রচনা

বিনোদন ডেস্ক: এক সময় টলিপাড়ায় চুটিয়ে রাজত্ব করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় জুটি। প্রায় পয়ত্রিশটার বেশি ছবিতে একসঙ্গে কাজ করে, একের পর বড় পর্দায় হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। অনেকেই বর্তমানে মিস করেন তাঁদের জুটি।

এবার রয়েছে সুখবর, দীর্ঘ ১১ বছর পর ফের একসঙ্গে হচ্ছেন তারা! সোমবার তারা ফিরে গিয়েছিলেন হারানো দিনে। তার পরেই ফেসবুক লাইভে একসঙ্গে ঘোষণা দিলেন।

১৪ জুন জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ অংশ নিচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গী ‘আয় খুকু আয়’-এর টিম। সোমবারের লাইভ আড্ডায় তাই পাশাপাশি টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ আর ‘দিদি নম্বর ১’। ৩৫টি ছবির নায়ককে বহু দিন পরে পাশে পেয়ে উচ্ছ্বসিত রচনা। পর্দার ‘নির্মল মণ্ডল’ সুপুরুষ কালো শার্ট, ধূসর ট্রাউজার, ওয়েস্ট কোটে।
প্রসেনজিৎ-রচনা
লাইভে এসে স্মৃতিকাতর দু’জনেই। সেই স্মৃতি জুড়তে জুড়তেই প্রসেনজিৎ জানিয়েছেন, ১১ বছর পরে আবার তারা ক্যামেরার মুখোমুখি। যদিও শুট করেছেন কম। আড্ডা, গান, নাচেই সময় কাটিয়ে ফেলেছেন! বহু দিন পরে একসঙ্গে সময় কাটিয়ে খুশি তিনি। আশা, এই রসায়ন দর্শকদেরও ভাল লাগবে।

রচনার কথায়, ১৭ জুন মুক্তি পাচ্ছে বুম্বাদা-দিতিপ্রিয়া রায়ের ‘আয় খুকু আয়’। তাই তার ‘ঘরে’ ছবির প্রচারে ‘বুম্বাদা’। শুটের পাশাপাশি অভিনেতা আগের মতোই খুনসুটিতে মাতিয়েছেন সবাইকে।

সোমবার সেই পর্বের শুটিং চলছিল। এরই মাঝে দিদি নম্বর ওয়ানের সেট থেকে লাইভে আসেন প্রসেনজিৎ ও রচনা। ছবির প্রচার তো রয়েছেই, এছাড়াও এই বিশেষ পর্বে উঠে আসবে রচনা ও প্রসেনজিতের দীর্ঘদিনের বন্ধুতার কথা, তাঁদের একসঙ্গে অভিনীত ছবির অভিজ্ঞতার কথাও। তবে এই পর্বের বিশেষ চমক হতে চলেছে একসঙ্গে দুই তারকার নাচ। আগামী ১৪ জুন সম্প্রচারিত হতে চলেছে এই বিশেষ পর্ব।

ডিপজলের মেয়ের ৬ কেজি ওজনের মুক্তার নেকলেসের দাম কত?