জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন, যা অনেকের মন জয় করেছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, অনেকেই ওই পুলিশ সদস্যের সৃজনশীল এবং শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করার কৌশলের প্রশংসা করেছেন।
শাহাদাত হোসেন নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’
হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’
এছাড়া, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও নিজের ফেসবুক আইডিতে ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।’
তবে, প্রশংসিত পুলিশ সদস্যটির পরিচয় এখনও জানা যায়নি। তার এমন দায়িত্ব পালনের জন্য প্রশংসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।