ফেসবুক প্রটেক্ট চালু না করায় বিপদে হাজার মানুষ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের মধ্যে যারা মেটা মালিকানাধীন ফেসবুকের প্রটেক্ট প্রোগ্রাম চালু করেননি, তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হচ্ছে। কিছু ব্যবহারকারীর অভিযোগ, প্রতিষ্ঠানটি স্প্যামের মতো রহস্যময় ই-মেইল পাঠিয়েছিল। নিরাপত্তার জন্য তারা সেটি ওপেন করেননি। খবর আইএএনএস। টুইটে প্রকাশিত বার্তায় একাধিক ব্যবহারকারী অভিযোগ জানিয়ে বলেন, ই-মেইলে ইয়োর অ্যাকাউন্ট রিক্যোয়ার্স অ্যাডভান্সড সিকিউরিটি ফ্রম ফেসবুক প্রটেক্ট … Continue reading ফেসবুক প্রটেক্ট চালু না করায় বিপদে হাজার মানুষ