জুমবাংলা ডেস্ক : ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। যারা অত্যাচারী হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে ছাত্র-জনতা। পরে বিক্ষোভ মিছিল চেরাগি পাহাড় মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা বলেন, কোনো রাজনৈতিক দলকেই দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না, তৈরি হতে দেওয়া হবে না কোনো ফ্যাসিবাদও। আন্দোলনকারীরা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না।
অন্যদিকে, দেশে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। রাতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।
এ ছাড়াও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেরে বাংলা হল থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সুশৃঙ্খলভাবে দেশ গঠনের চেষ্টা চললেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কাচারি এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন পর্যায়ের ছাত্র-জনতা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।