সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ শহরের খালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এবং সড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরসহ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল আমাদের মুসলমান জনগোষ্ঠীর উপর নিঃসংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। পৃথিবীর সকল রুলিং স্টেট নিশ্চুপ। সারা পৃথিবীব্যাপী মানবাধিকার সংগঠনগুলো এখনও নিশ্চুপ। প্রত্যেকের উচিত ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সারা পৃথিবীব্যাপী ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। তারা এই হত্যাযজ্ঞ না থামালে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।