বিনোদন ডেস্ক : আরও একবার বক্স অফিসে হারের মুখোমুখি অভিনেতা অক্ষয় কুমার। সম্রাট পৃথ্বীরাজের পর রাখী বন্ধনেরও প্রথম দিনের বক্স অফিস কালেকশন একেবারে নিম্নমুখী। আমির খানের লাল সিং চাড্ডার সঙ্গে বক্স অফিস লড়াইয়ে হেরে গেলেন অক্ষয় কুমার। ১১ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রাখী বন্ধন। আপনি যদি আক্কি ভক্ত হন তাহলে প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন শুনলে মন খারাপ হবেই।
আরও একবার হতাশ হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রাখি বন্ধনের দিনে বক্স অফিসে মুখ থুবরে পড়ল আক্কির নতুন ছবি Raksha Bandhan। সম্রাট পৃথ্বীরাজ, শামসেরা, জয়েসভাই জোয়ারদারের মতোই প্রথম দিনে বক্স অফিসে লক্ষ্মীলাভে সফল হল না অক্ষয় কুমারের এই নতুন ছবি। ১১ অগাস্ট রাখী বন্ধনের দিনই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে Raksha Bandhan। মুক্তির প্রথম দিনে Raksha Bandhan-এর ঝুলিতে এল মাত্র সাত থেকে আট কোটি টাকা। সম্রাট পৃথ্বীরাজের মতো ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিও বক্স অফিসে মোটেই ভালো ব্যবসা করতে পারেনি। রাখী বন্ধন ছবি নিয়ে বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে চেয়েছিলেন আক্কি। কিন্তু এবারেও ভাগ্যে শিকে ছিঁড়ল না। বক্স অফিসে রাখী বন্ধনে মন মজল না দর্শকের।
১১ অগাস্ট আক্কির রাখী বন্ধনের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে আমির খানের লাল সিং চাড্ডা। দীর্ঘ চার বছর পর লাল সিং চাড্ডা দিয়ে সিলভার স্ক্রিনে কামব্যাক আমিরের। প্রথমদিনেই আমিরি ম্যাজিকে মজেছে দর্শক। মুক্তির প্রথম দিনে ১০ কোটি টাকার ব্যবসা করল আমির-করিনা জুটির নতুন ছবি লাল সিং চাড্ডা। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে আমিরের জয়জয়কার।
কিন্তু, আমিরের কাছে ‘পরাজিত’ অক্ষয়। রাখী বন্ধন সিনেমার জন্য প্রথমদিনে প্রায় ৩৫ হাজার টিকিটের অ্যাডভান্স বুকিং হয়েছিল। পরিচালক আনন্দ এল রাইয়ের রাখী বন্ধন তৈরি করতে খরচ হয়েছে মোট ৭০ কোটি টাকা। সেই হিসাবে ছবি মুক্তির প্রথম দিনেই হতাশ টিম রাখী বন্ধন। বক্স অফিস ইন্ডিয়ার খবর অনুযায়ী, মুম্বই, কলকাতা, পুনে আর দক্ষিণের বিভিন্ন শহরেও রাখী বন্ধন বক্স অফিসে লক্ষ্মীলাভে সফল হয়নি।
২০২১ সালে Bell Bottom থেকে চলতি বছরে Bachchhan Paandey, Samrat Prithviraj সব ছবি বক্স অফিসে বিন্দুমাত্র ব্যবসা করতে পারেনি। শুধুমাত্র ২০২১-এ আক্কি অভিনীত Sooryavanshi ভারতের বক্স অফিসে ১৯৬ কোটি টাকার ব্যবসা করেছিল। আর বিশ্ব বাজারে ২৯৫ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর অক্ষয়ের ফিল্মি কেরিয়ারের গ্রাফ কোনওভাবেই উর্ধ্বমুখী হয়নি। বারবার বক্স অফিস কালেকশনে হতাশ হয়েছেন বলিউডের খিলাড়ি কুমার।
বাড়ির বড় ছেলে লালা কেদারনাথ তাঁর কাঁধেই গুরু দায়িত্ব চার বোনের বিয়ের। এদিকে কেদার বিয়ে করতে চায় ছোট বেলার বন্ধু সপনাকে। কিন্তু কেদারের ইচ্ছে নিজের বিয়ের আগে সে বিয়ে দেবে তাঁর চার বোনকে। লালা কেদারনাথের সেই ইচ্ছে কী পূরণ হবে নাকি ভাগ্যে লেখা আছে না অন্য কিছু সেই নিয়েই এগিয়েছে রাখী বন্ধনের গল্প। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে প্রথমদিনে সাফল্যের মুখ দেখল না অক্ষয় কুমারের রাখী বন্ধন!!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।