খেলাধুলা ডেস্ক : জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ধসে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা!
অথচ ১৭৩ রানের লক্ষ্যে মনে হচ্ছিল শ্রীলঙ্কা অনায়াসেই জিতবে! ১৩ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ১২০ রান! তার পর ১৪তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায় জ্যাকব ডাফির অসাধারণ পেস বোলিংয়ে। চার বলে ৩ উইকেট তুলে লঙ্কান ইনিংসের ছন্দপতন ঘটান তিনি। সবগুলো ছিল কটবিহাইন্ড। যার প্রথমটিতে ফেরেন ৩৬ বলে ৪৬ রান করা কুশল মেন্ডিস। তার পর কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস শূন্য রানে ফিরলে এক ওভারেই পতন হয় তিন উইকেটের! আকস্মিক ব্যাটিং ধসের পরেও ওপেনার নিশাঙ্কা ৬০ বলে ৯০ রানের ঝড়ে লড়াই অব্যাহত রেখেছিলেন। কিন্তু লাভ হয়নি তাতে। তার সঙ্গে আর কেউ লড়াই করার মতো মানসিকতা দেখাননি। নিশাঙ্কার ইনিংসে চিল ৭টি চার ও ৩টি চয়। যা তার ক্যারিয়ার সেরা। তাছাড়া আর কোনও ব্যাটার ডাবল ফিগার ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রানে থামে লঙ্কান দল।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ডাফি ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ম্যাট হেনরি ও জ্যাকারি ফোকস দুটি করে উইকেট নিয়েছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে শুরুতে টস হেরে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। যদিও শুরুতে সংগ্রাম করতে হচ্ছিল তাদের! দশম ওভারের মধ্যেই ৬৫ রানে হারায় পাঁচ উইকেট। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায় ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের আক্রমণাত্মক জুটিতে। ষষ্ঠ উইকেটে ১০৫ রান যোগ করেন তারা। তাদের ব্যাটে ভর করেই স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে। মিচেল ৪২ বলে ৬২ রানে ফিরেছেন। বেশি আক্রমণাত্মক ছিলেন ব্রেসওয়েল। তিনি আউট হওয়ার আগে ৩৩ বলে করেছেন ৫৯ রান! মিচেলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। ব্রেসওয়েলের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়। দুজনেই বিদায় নেন শেষ ওভারে। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে নিউজিল্যান্ড পায় ১৭২ রানের সংগ্রহ।
লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্ডো, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি নিয়েছেন মাথিশা পাথিরানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।