আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-২০২৩ সালে শিশুদের নামের জরিপ করে নতুন এই তালিকাটি প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
নতুন তালিকায় মুহাম্মদ নামটি ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।
মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো ‘অলিভিয়া’ সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইসলা’।
প্রতি বছর ওএনএস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।
২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন ‘মুহাম্মদ’ নামের শিশু জন্মগ্রহণ করেছে। ২০২২ সালে এই নামটি ছিল ৪ হাজার ১৭৭ জনের।
২০২৩ সালে নোয়াহ নামের শিশুদের সংখ্যা ছিল ৪ হাজার ৩৮২। আগের বছর এই নামের শিশুর সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬।
দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম ‘আয়মান’ ৪৭ শতাংশ এবং ‘হাসান’ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন চসিক মেয়র
মেয়েদের মধ্যেও আরবি নামগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ‘আইজাল’ ৪৭৯ শতাংশ, ‘ইনায়া’ যার অর্থ আরবি ভাষায় যত্ন বা সুরক্ষা, ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।