খেলাধুলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মত যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই। নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যপ্তি বেড়েছে বহুগুণ।
এই আসরকে কেন্দ্র করে ৩২ দল চূড়ান্ত আগেই। এবার এই আসর সামনে রেখে ড্রয়ের দিন জানাল ফিফা। সঙ্গে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। চারটি পট নির্ধারণ করে দিয়েছে ফিফা।
চার দলের সমন্বয়ে ৮ গ্রুপে লড়বে ক্লাবগুলো। একই পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।
এক নজরে দেখে নেয়া যাক দলগুলোর পট-
পট-১: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্লেমেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্স।
পট-২: চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, বেনফিকা, জুভেন্টাস ও সলজবুর্গ।
পট-৩: আল হিলাল, উলসান এইচডি, আল আহলি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, মন্টেরে, লিওন, বোকা জুনিয়র্স ও বোটাফোগো।
পট-৪: উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, হোপ অব তুনিস, মামেলোদি সানডাউনস, পাচুকা, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও ইন্টার মিয়ামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।