প্লাস্টিকের পানির বোতল আমাদের জীবনের এক অভ্যাসে পরিণত হয়েছে। বাসা থেকে বের হলে, অফিসে, জিমে বা ভ্রমণে প্লাস্টিকের বোতলে পানি নিয়ে যাওয়া হয়। সহজলভ্য ও হালকা বলে এটি বেশ জনপ্রিয়। অথচ এই প্লাস্টিকের বোতল আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি, প্রকৃতির জন্য বিপদ এবং অর্থনৈতিকভাবেও এক বিশাল অপচয়।
প্রতিমাসে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ব্যবহৃত হয় প্রায় ৫০ বিলিয়ন প্লাস্টিক পানির বোতল। যার গড় হিসাব করলে, প্রতিজন নাগরিক মাসে ১৩টি বোতল ব্যবহার করেন। স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক বিষয় বিবেচনা করে করে বিশেষজ্ঞরা প্লাস্টিকের বোতলের ব্যবহার বন্ধ করতে বলেন।
তারা পুনঃব্যবহারযোগ্য পানি বোতল ব্যবহার করার পরামর্শ দেন। প্রতিদিন প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশে কী ধরনের প্রভাব পড়ে সে বিষয় উঠে এসেছে ভেরিওয়েল ফিটের প্রতিবেদনে ।
১. স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
প্লাস্টিক বোতলের সবচেয়ে বড় বিপদ হলো রাসায়নিক উপাদান নির্গমন। গবেষণায় দেখা গেছে, বারবার ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে বিসফেনল-এ (বিপিএ) ও ফথালেটস নামক উপাদান পানিতে মিশে যায় যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
দীর্ঘমেয়াদে এগুলো প্রজনন ক্ষমতা কমায়, থাইরয়েডের কার্যকারিতা ব্যাহত করে এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে। গরম পানিতে বা গরম পরিবেশে যেমন গাড়ির ভেতর রেখে দেওয়া বোতল এই রাসায়নিক নির্গমনের হার আরও বেড়ে যায়।
এমনকি গবেষকরা পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলে সংরক্ষিত পানিতেও শত শত রাসায়নিক পদার্থ খুঁজে পেয়েছেন, যেগুলোর অনেকগুলোই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
২. পরিবেশ দূষণে ভূমিকা
আপনি যখন এক বোতল পানি পান করেন, তখন আপনি হয়তো ভাবেন না সেই বোতলটি কোথায় যাবে। বেশিরভাগ বোতলের শেষ আশ্রয় মাটি কিংবা সাগরের পানি। প্রতি বছর প্রায় ১৪ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে গিয়ে পড়ে।
আর এই বোতলগুলো ৪৫০ বছরেও সম্পূর্ণ পচে না! সামুদ্রিক কচ্ছপ, তিমি ও পাখিরা এগুলো খাবার ভেবে খেয়ে ফেলে সার কারণে অভ্যন্তরীণ ক্ষত, সংক্রমণ কিংবা মৃত্যু ঘটে।
এছাড়া, বোতল তৈরি হয় পেট্রোলিয়াম-ভিত্তিক পলিমার দিয়ে, যার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ জ্বালানি ও শক্তি। বোতল তৈরি থেকে শুরু করে দোকানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে থাকে কার্বন নিঃসরণের ছাপ।
৩. টেকসই জীবনযাপনের পথে বাধা
প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করা মানেই আপনি একটি পরিবেশবান্ধব জীবনধারার পথে এক ধাপ এগিয়ে গেলেন। একটি মাত্র পুনঃব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহার করলে আপনি বছরে শতাধিক বোতল ব্যবহারের পরিবর্তে একটিতেই কাজ সারতে পারবেন।
আপনি চাইলে নিতে পারেন এমন বোতল যাতে ইনফিউজার থাকে—যা পানিকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে। এই ছোট পদক্ষেপ আপনাকে জ্বালানির ব্যবহার কমাতে, সামুদ্রিক প্রাণী রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।
৪. আর্থিকভাবে লাভজনক
বাইরে গেলে অনেকেই ওয়ানটাইম পানির বোতল কেনেন। যদি মাসে ১০টা পানির বোতল কেনেন সেক্ষেত্রে বেশ ভালো অর্থ ব্যয় হবে। অথচ এই টাকাতেই আপনি কিনতে পারেন একটি মজবুত, সুন্দর ও বহুবার ব্যবহারযোগ্য পানির বোতল।
আরও অর্থ সাশ্রয় করতে পারেন ফিল্টার কিনে। বাড়িতে যদি একটি পানির ফিল্টার রাখেন আর পুনঃব্যবহারযোগ্য পানি বোতল রাখেন তাহলে বাইরে গেলেও নিরাপদ কাহাবার পানি পাবেন কম খরচে।
৫. ব্যবহারেও অনেক সুবিধা
প্রতিবার বাইরে গিয়ে পানির বোতল কেনা কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ। তবে পুনঃব্যবহারযোগ্য পানি বোতল থাকলে আপনি যেকোনো জায়গায় নিজেই পানি ভরে নিতে পারেন।
যদি মনে হয় পানি রিফিল করতে পারবেন না, তাহলে কিনে নিন বিল্ট-ইন ফিল্টারযুক্ত বোতল। এটি যেকোনো পানি পরিশোধন করতে সক্ষম। আর যদি বোতলটি হয় ইনসুলেটেড বা স্টেইনলেস স্টিলের, তাহলে ঘণ্টার পর ঘণ্টা পানি ঠান্ডা থাকবে।
প্লাস্টিকের পানির বোতল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ভয়ঙ্কর এবং আমাদের অর্থের জন্য অপচয়। বর্তমান সময়ে পুনঃব্যবহারযোগ্য পানি বোতল ব্যবহার করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ভালো। একই সঙ্গে অর্থও সাশ্রয় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।