বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব প্রভা। নিজের মনের অনুভূতিগুলো ফেবুকে প্রকাশ করেন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়, ফেসবুক জুড়ে অভিনেত্রীর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট। ফলে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ কমে গেছে প্রভার।
সম্প্রতি এক লাইভে তিনি জানিয়েছেন তার ফেসবুকে রিচ কমে গেছেন এবং অনুরাগীদের সতর্ক করে বলেছেন ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। লাইভ চলাকালীন সময় একজন দর্শক তাঁকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।
এ বিষয়ে প্রভা বলেন, হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।
ফেক আইডি নিয়ে লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রভা বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।
প্রভা তার অনুরাগীদের সতর্ক করে বলেন, ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।
‘নতুন কুঁড়ি’ পুনরায় চালু করায় ধন্যবাদ জানালেন সংস্কৃতি উপদেষ্টা
সম্প্রতি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে দেনা পাওনা। এটি সরকারি অনুদানের ছবি। এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রভার বিপরীতে দেখা যাবে মামনুন ইমনকে। জমিদারের ছেলের চরিত্রে দেখা যাবে তাকে। কলকাতার একজন ম্যাজিস্ট্রেট সে। অন্যদিকে নিরুপমা চরিত্রটি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ঘরের। অসচ্ছল পিতা বিয়েতে পণ দিতে ব্যর্থ হলে আত্মহত্যা করে নিরুপমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।