বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত সিনেমা রাধে শ্যাম। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাফল্য পায়নি। রাধে শ্যামের ব্যর্থতার কারণ নিয়ে সম্প্রতি কথা বলেছেন বাহুবলী খ্যাত প্রভাস।
এক সাক্ষাত্কারে প্রভাস বলেন, ‘আমার ধারণা, দর্শক আমাকে রোমান্টিক নায়ক হিসেবে দেখতে চান না। অথবা তারা আমাকে রোমান্টিক হিরো হিসেবে দেখলেও পর্দায় বাহুবলীর মতো শক্তিশালী চরিত্র হিসেবেই দেখতে চান। এমনটাও হতে পারে কভিড-১৯-এর জন্য রাধে শ্যাম দর্শকের কাছে যেতে পারেনি কিংবা আমরা চিত্রনাট্য আকর্ষণীয় করতে পারিনি।’
অন্ধ্র প্রদেশের বক্স অফিস রিপোর্ট জানাচ্ছে, রাধে শ্যাম সিনেমাটি মুক্তির সপ্তাহ থেকেই দর্শক টানতে পারেনি। তবে দ্বিতীয় সপ্তাহে অবস্থা একই রকম ছিল। হিন্দি আর তামিলসহ কয়েকটি ভাষায় মুক্তি পায় রাধে শ্যাম।
সব মিলিয়ে সিনেমাটি আয় করেছে ১৪০ কোটি রুপি। আয়ের অংকটা বলে দেয় প্রভাসের সিনেমাটি শোচনীয় অবস্থা। সিনেমাটি তার নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকাও তুলে আনতে পারেনি। হিন্দিভাষী অঞ্চলে সিনেমাটি দর্শক পায়নি। অন্যদিকে আরআরআর ও কেজিএফ চ্যাপ্টার টু সিনেমা দুটি সব ভাষাতেই সমানভাবে সমাদৃত হচ্ছে দর্শকের কাছে।
অনেক সিনেমা সমালোচকের মতে, বাহুবলীর সাফল্য থেকেই প্রভাসকে নিয়ে দর্শকের আলাদা চাহিদা তৈরি হয়েছে। দর্শকের প্রত্যাশার চাপ নিয়ে প্রভাস বলেন, ‘বাহুবলীর সাফল্যের কারণে আমার ওপরে চাপ বাড়েনি বরং আমার সিনেমার পরিচালক ও প্রযোজকের জন্য এটা একটি চাপের বিষয়। বাহুবলীকে আমার নতুন সিনেমা ছাড়িয়ে যাবে এটা ভেবে আমি কাজ করি না। দর্শককে নিজের সেরা কাজ উপহার দিতেই অভিনেতারা কাজ করেন।’
১১ মার্চ প্রেক্ষাগৃহে আসে রাধে শ্যাম। এ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে সত্তরের দশকের কাহিনী তুলে ধরা হয়েছে। ইতালি শহরে বেড়াতে আসা হস্তরেখা বিশারদ বিক্রমাদিত্য ও চিকিৎসক প্রেরণার প্রেমের গল্প দেখানো হয়েছে এ সিনেমায়।
বিক্রমাদিত্যের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং প্রেরণার চরিত্রে পূজা হেগড়ে। প্রভাসকে সামনে দেখা যাবে ওম রাউত পরিচালিত আদিপুরুষ সিনেমায়। এতে আরো অভিনয় করেছেন সাইফ আলি খান, কৃতি শ্যানন ও সানি সিং। আগামী বছরের ১১ জানুয়ারি মুক্তি পাবে আদিপুরুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।