সময় থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা সময়ের সঙ্গেও পূরণ হয় না। ২৭ ডিসেম্বর—অভিনেতা চঞ্চল চৌধুরীর জীবনে এমনই এক নীরব, ভারী দিন। প্রিয় বাবা রাধা গোবিন্দ চৌধুরীর চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো এই দিনে। বাবার স্মৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগে ভেজা একটি পোস্ট দিয়ে নিজের হৃদয়ের গভীর ব্যথার কথাই তুলে ধরলেন অভিনেতা।

ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “বাবা… তিন বছর হয়ে গেলো… তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!!! ছুঁতে ইচ্ছে করে….কিন্তু পারিনা, আর পারবোও না কোনদিন!! ভালো থেকো বাবা।”
প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শেষ দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



