বিনোদন ডেস্ক : ঢাকার অভিজাত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র পার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে হিরো আলমের করা আপিলের শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রার্থিতা ফিরে পাওয়ায় হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী রবিবার এ সংক্রান্ত আদেশ জারি হবে।
এদিন হিরো আলম ছাড়াও ঢাকা-১৭ উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমার ভেতরে একটা নিরাশা ছিল ইসিতে বোধহয় রায় পাবো না। আমি জোর গলায় বলেছিলাম আমার সমর্থকদের স্বাক্ষর ঠিক আছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তটা ভুল ছিল। শুনানিতে সবকিছু মিলিয়ে দেখেছে আমি সঠিক আছি। সবকিছু বিবেচনা করে ইসি আমাকে বৈধ ঘোষণা করেছে।’
এসময় ভোটারদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ‘সবাই ভোট দিতে আসুন। সবাই যদি রুখে দাঁড়ান কেউ আসন ছিনিয়ে নিতে পারবে না। জনগণ সুষ্ঠু নির্বাচনের আশা করে। যেই রকম আজকে আমি এখানে সুষ্ঠু বিচার পেয়েছি।’
‘দেশবাসী দোয়া করবেন যেন ঢাকা-১৭ আসনে সুষ্ঠু নির্বাচন দেখতে পাই। এই নির্বাচন সুষ্ঠু হলে, দেশে সামনে যে নির্বাচন আছে ইসির ওপর আস্থা ফিরে আসবে যে, না সুষ্ঠু নির্বাচন হবে।’
হিরো আলম আরও বলেন, ‘ব্যালটেই আমার বেশি আস্থা। আমি আগেও ভোট করেছি। ইভিএমের প্রতি আমার আস্থা নাই। আর এখানে ক্ষমতাশালী বা মার্কা কী, তা দেখে ভোট দেবে না। এখানে ভোটাররা প্রার্থী দেখে ভোট দেবে।’
‘লুটপাট করবে না, জনগণের জন্য কাজ করবে এরকম একটা ছেলেকে নিয়ে আসবে ভোটাররা। আমি বেশি কিছু করতে পারবো না। কারণ, সময় পাওয়া যাবে ছয় মাস। বস্তিবাসীর রাস্তাঘাট খুব খারাপ। এগুলো কাজ করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।