Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home পিএসসি’র কার্যক্রমে আসছে ব্যাপক পরিবর্তন
জাতীয়

পিএসসি’র কার্যক্রমে আসছে ব্যাপক পরিবর্তন

Saiful IslamJuly 31, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর সংস্থাটির কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এজন্য বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। যদিও বিষয়টিকে রুটিন কাজের অংশ বলে জানিয়েছে পিএসসি।

PSC

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, প্রশ্ন প্রণয়নকারীদের প্রশ্ন জমা দেওয়া, নন-ক্যাডারের পাণ্ডুলিপি ভল্টে রাখা, পিএসসি’র রিসিপশন মূল ভবনের বাইরে নেওয়া, সোনালি ব্যাংকের কার্যক্রম নির্দিষ্ট জায়গায় করাসহ একাধিক বিষয় সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়গুলো বাস্তবায়ন করা গেলে আগামীতে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার সম্ভাবনা কমে যাবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা বলেন, আগে প্রশ্নকারক পিএসসি কর্মকর্তাদের কাছে প্রশ্ন হাতে লিখে জমা দিতেন। এরপর সেই প্রশ্ন পাণ্ডলিপি আকারে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের রুমে রাখা হত। নতুন নিয়ম অনুযায়ী, প্রশ্নকারকদের সরাসরি সংশ্লিষ্ট সদস্যদের কাছে প্রশ্ন জমা দিতে হবে। পিএসসি’র কোনো কর্মকর্তা-কর্মচারী এ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন না।

আগে কেবলমাত্র ক্যাডার পদের পরীক্ষার প্রশ্নের পাণ্ডুলিপি ভল্টে রাখা হত। তবে নতুন নিয়ম অনুযায়ী ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের পরীক্ষার প্রশ্নও ভল্টে রাখা হবে। অর্থাৎ প্রশ্নকারকগণ সদস্যদের কাছে প্রশ্ন জমা দেবেন, এরপর সদস্যদের কাছ থেকে প্রশ্ন সরাসরি ভল্টে যাবে। পরবর্তীতে সেই প্রশ্ন নির্ধারিত সময়ে মুদ্রণের জন্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, পিএসসি’র রিসিপশন এড়িয়া মূল ভবনের ভেতরে অবস্থিত। অনেকে কোনো কারণ ছাড়াই এখানে এসে ঘোরাঘুরি করেন। এটি বন্ধে পিএসসি’র রিসিপশন মূল ভবনে প্রবেশের গেটে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে যারা পিএসসি’র ভেতরে প্রবেশ করবেন তাদের একটি তালিকা আমাদের কাছে থাকবে। বহিরাগত কেউ কার কাছে যাচ্ছেন সেটিও বোঝা যাবে।

তিনি জানান, পিএসসি যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ এবং মৌখিক পরীক্ষা নেয়, তাতে কোনো সমস্যা ছিল না। তবে যেহেতু প্রশ্নফাঁসের একটা অভিযোগ উঠেছে, সেহেতু সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। এমন একটি পদ্ধতি তৈরি করা হচ্ছে, যেন আগামী ৫০ বছরেও পিএসসি’র কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

পিএসসি’র এ শীর্ষ কর্মকর্তা জানান, যারা প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছেন, তাদের অনুসন্ধানে নানা ঘাটতি রয়েছে। এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। কোনো প্রকার তদবির এবং অনিয়ম ছাড়া দীর্ঘদিন ধরে পিএসসি তাদের কার্যক্রম চালাচ্ছে। এই সংস্থাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই বিতর্ক থেকে বের হতে যা যা করার পিএসসি তাই করবে।

তিনি আরও জানান, পিএসসিসহ বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ প্রমাণিত না হলে, যারা অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আসছে কার্যক্রমে পরিবর্তন পিএসসির ব্যাপক
Related Posts
জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

December 16, 2025
DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

December 16, 2025
প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

December 16, 2025
Latest News
জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

Girls

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে : তথ্য উপদেষ্টা

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ‘ভিত্তিহীন সংবাদ’ প্রচার

প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা জানালেন তার ভাই

বিজয় দিবসে সশস্ত্র বাহিনী

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

দৃষ্টিনন্দন এয়ার শো

দৃষ্টিনন্দন এয়ার শো, দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

হাদি

বর্তমানে হাদির স্বাস্থের অবস্থা কেমন? সিঙ্গাপুর থেকে জানালেন তার ভাই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.