স্পোর্টস ডেস্ক : মাওরিসিও পচেত্তিনোর সাথে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির চুক্তি এখনও শেষ হয়নি। তার আগে চলতি গ্রীষ্মেই আর্জেন্টাইন কোচকে বিদায় করার বিষয়টি পাকাপোক্ত করে ফেলেছে ফরাসি ক্লাবটি। এজন্য পিএসজিকে গুনতে হচ্ছে ১০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকা। এমনটাই জানাচ্ছে ফ্রান্সের প্রচারমাধ্যম এল ইকুইপ।
ফরাসি লিগ ওয়ানে গত এক দশক ধরেই রাজত্ব করে আসছে পিএসজি। মূলত অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতেই পচেত্তিনোকে হট সিটে বসায় ক্লাবটি। কিন্তু সাবেক তারকা খেলোয়াড়ের অধীনে দুই মৌসুমের মধ্যে একবারও ইউরোপ সেরার মঞ্চের ফাইনাল খেলতে পারেনি পিএসজি।
গত মৌসুমে রানার্সআপ হওয়ার পর সদ্য সমাপ্ত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। অন্যদিকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকেই। বিরক্ত হয়ে হেড কোচকে ছাঁটাই করতে উঠে পড়ে লেগেছে ক্লাবটি। গত বছরের ২ জানুয়ারি আড়াই বছরের চুক্তিতে পচেত্তিনোকে নিয়োগ দেয় পিএসজি।
প্রতিবেদনে এল ইকুইপ লিখেছে, প্রায় দুই সপ্তাহের আলোচনার পর অবশেষে পিএসজি ছাড়তে সম্মত হয়েছেন পচেত্তিনো। তার আগে এক মৌসুমের ক্ষতিপূরণ বাবদ ১৫ কোটি ইউরো দাবি করেন সাবেক টটেনহাম হটস্পার কোচ। শেষ পর্যন্ত পাঁচ কোটি ইউরো কমেই তাকে রাজি করিয়েছে লিগ ওয়ানের শীর্ষ ক্লাবটি।
এদিকে একাধিক সংবাদমাধ্যমের জোর দাবি, পচেত্তিনোর স্থলাভিষিক্ত হিসেবে নিসের হেড কোচ ক্রিস্টোফে গালতিয়েরের সাথে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে পিএসজি। সাবেক আর্জেন্টাইন তারকা চলে যাওয়ার পর গালতিয়েরকে নিজেদের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিএসজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।