স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বিক্রির তালিকায় রেখেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দরদাম মনমতো হলে ব্রাজিলের এই তারকাকে বিক্রি করে দিতে প্রস্তুত ফরাসি এ ক্লাবটি। এ জন্য দাম ধরা হয়েছে খুবই কম, মাত্র ৫ কোটি ইউরো।
স্প্যানিশ গণমাধ্যম ‘ফিশাজেস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
গোল ডটকমের এক প্রতিবেদনে দেখা গেছে, গত গ্রীষ্মে ব্রাজিলের তারকা ফুটবলারের জন্য দাম হাঁকা হয়েছিল ১৫ কোটি ইউরো। তবে চলতি শীতে তার দাম কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফরাসি ক্লাবটি এ জন্য দর নির্ধারণ করেছে মাত্র ৫ ইউরো। মূলত সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের কারণে নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি।
পিএসজি ছেড়ে দিলে ব্রাজিল ফরোয়ার্ড নেইমার কোথায় যাবেন এই নিয়ে চলছে নানা গুঞ্জন। গণমাধ্যমগুলোতে নেইমারের সম্ভাব্য গন্তব্য হিসেবে তিন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি, ম্যানসিটি ও নিউক্যাসেল ইউনাউটেডের নাম উঠে এসেছে।
তবে শীত মৌসুমের আগেও নেইমারকে বিক্রি করার পদক্ষেপ নিয়েছিল পিএসজি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাখতে অস্বস্তিবোধ করছিল তারা।
উল্লেখ্য, ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন নেইমার, হন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ক্লাবটির হয়ে ষষ্ঠ মৌসুম খেলছেন তিনি, ১৬৫ ম্যাচে করেছেন ১১৫ গোল।
বিশ্বকাপে মেসিদের ১৫টি কার্ড দিয়ে রেকর্ডগড়া সেই রেফারি যে দুঃসংবাদ দিলেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।