পিএসজিতে এমবাপের ৭ নম্বর জার্সি পাচ্ছেন জর্জিয়ার কাভারাৎস্খেলিয়া

psg

খেলাধুলা ডেস্ক : লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা- এমন অনেক ক্লাবের নাম ছিল সম্ভাব্য ঠিকানায়। তবে খাভিচা কাভারাৎস্খেলিয়া শেষ পর্যন্ত বেছে নিলেন পিএসজিকে। নাপোলিকে ৩৩ বছর পর সেরি আ জেতানোর নায়ক ফরাসি ক্লাবটিতে নাম লেখালেন জর্জিয়ার প্রথম ফুটবলার হিসেবে।

psg

চুক্তির বিস্তারিক আর্থিক বিষয়াদি খোলাসা করেনি দুই ক্লাবের কোনোটিই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ট্রান্সফার ফির অঙ্কটি ৭ কোটি ইউরো। সঙ্গে অন্যান্য বাড়তি সংযুক্তি তো আছেই। ২৩ বছর বয়সী উইঙ্গারের সঙ্গে পিএসজির চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত। পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ৭ নম্বর জার্সি দেওয়া হবে কাভারাৎস্খেলিয়াকে, যে জার্সি গায়ে চাপিয়ে ক্লাবের ইতিহাসের সফলতম গোলস্কোরার হয়েছেন কিলিয়ান এমবাপে।

২০২২ সালে জর্জিয়ান ক্লাব দিনামো বাতুমি থেকে ১ কোটি ৩৩ লাখ ইউরোতে নাপোলিতে নাম লেখান কাভারাৎস্খেলিয়া। প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সে সাড়া জাগান তিনি। ৩৩ বছর পর নাপোলির লিগ জয়ে তার ছিল বড় অবদান। লিগে ১২ গোল করার পাশাপাশি ১৩টি গোলে করেন সহায়তা। প্রথম মৌসুমেই লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান তিনি। গত বছর ইউরোতে চমক দেখানো জর্জিয়া দলের হয়েও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

নাপোলির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে সাম্প্রতিক সময়ে চুক্তি নিয়েই ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। সপ্তাহখানেক আগে কোচ আন্তোনিও কন্তে প্রকাশ্যেই জানিয়ে দেন, ক্লাব ছাড়তে চান এই উইঙ্গার। এরপর নানা ক্লাবের সঙ্গে তার নাম জুড়ে গুঞ্জন ভাসতে থাকে।

শেষপর্যন্ত স্বপ্নের আঙিনাতেই তিনি পা রাখছেন বলে উচ্ছ্বসিত কাভারাৎস্খেলিয়া। তিনি জানান, “এখানে আসতে পারা স্বপ্নের মতো ব্যাপার। পিএসজি সম্পর্কে ইতিবাচক অনেক কিছু শুনেছি। এরকম অসাধারণ এক ক্লাবে যোগ দিতে পেরে আমি দারুণ গর্বিত এবং নতৃন জার্সি গায়ে চাপাতে তর সইছে না আমার।”

চাকরির সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে ‘নিজের সম্পর্কে’ যেভাবে বলবেন

গত মৌসুমেও একবার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তার। এবার তাকে পেয়ে রোমাঞ্চিত পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। তিনি জানান, “বিশ্ব ফুটবলে এখন সবচেয়ে রোমাঞ্চকর ফুটবলারদের একজন খাভিচা। দারুণ এক প্রতিভা, সাহস ও লড়াই দিয়ে সে সবকিছুর ওপরে রাখে ক্লাবকে। আমাদের দুর্দান্ত এই ক্লাবের অংশ হতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল খাভিচা। আমি জানি, আমাদের হয়ে নিজের সব লক্ষ্যই সে পূরণ করবে।”