পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের খেলোয়াড় নিলামের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একইসঙ্গে ক্রিকেটারদের জন্য ভিত্তিমূল্যও (বেস প্রাইস) ঘোষণা করেছে সংস্থাটি। প্রতিবেদন জিও সুপারের।

পিএসএলের এগারোতম আসরের খেলোয়াড় নিলাম উপলক্ষে আয়োজিত এক বিস্তারিত কর্মশালায় অংশ নিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেখান থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। এবারের নিলামে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও দরপত্রের সব অর্থ নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে।
ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় ক্যাটাগরির ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি, তৃতীয় ক্যাটাগরিতে ১ কোটি ১০ লাখ রুপি এবং চতুর্থ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ রুপি।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠনের অনুমতি দেয়া হয়েছে। একটি দলে পাঁচ থেকে সাতজন পর্যন্ত বিদেশি খেলোয়াড় রাখা যাবে। তবে একাদশে অন্তত তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার থাকতেই হবে।
এছাড়া প্রতিটি দলকে স্কোয়াডে দুইজন অনূর্ধ্ব-২৩ দলের আনক্যাপড খেলোয়াড় ভেড়াতে হবে। এর মধ্যে অন্তত একজন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়কে একাদশে খেলানো বাধ্যতামূলক।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিলামের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পাশাপাশি, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় দলে নেয়ার বিশেষ সুযোগও দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


