খেলাধুলা ডেস্ক : নাহিদ রানার পরে এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন কুমার দাস। ড্রাফট থেকে সিলভার ক্যাটাগরিতে থাকা এই ওপেনারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।
আজ সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট।
এর আগে গতকাল ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দলে ডাক পাননি লিটন দাস।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর থেকেই সুসময় শুরু হয়েছে এই ক্রিকেটারের। গতকাল বিপিএলে রেকর্ডগড়া সেঞ্চুরি করার পর আজ পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তিনি।
পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও পাননি দল।
সিনিয়র ক্রিকেটাররা দল না পেলেও প্রথমবার নাম দিয়েই ডাক পেয়েছেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে পেশোয়ার জালমি।
লিটন দাস ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে করাচি কিংস।
গত কয়েক মাস ধরে ব্যাট হাতে তেমন ফর্মে ছিলেন না লিটন দাস। তবে বিপিএলের শেষ দুই ম্যাচে ব্যাট হাতে সেরা ছন্দে ফিরেছেন তিনি। সেই পারফরম্যান্সই হয়তো তাকে পিএসএলে দল পেতে সাহায্য করেছে।
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ‘এরিয়া ইনচার্জ’ পদে নিয়োগ, বেতন ২৬ হাজার
১০ এপ্রিল পিএসএল শুরু হয়ে শেষ হবে ২৫ মে। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.