লাইফস্টাইল ডেস্ক : বাড়ির বা হোটেলের ঘর বাদ দিলে যেখানে অনেক মানুষ টয়লেট ব্যবহার করছেন সেখানে টয়লেটের দরজা ছোট হয়। তলা থেকে কাটা থাকে। এর কারণ জানলে অবাক হবেন।
সাধারণভাবে বাড়ি বা হোটেলের ঘরে যে টয়লেট বা শৌচাগার থাকে তার দরজা মাথা থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই হয়। কিন্তু হোটেলেরই যে টয়লেট আগত সকলের জন্য ব্যবহার্য বা শপিং মলে যে টয়লেট থাকে বা সিনেমা হলে বা অন্য কোথাও, সেখানে টয়লেটের দরজা নিচ পর্যন্ত পুরোটা থাকেনা।
সারি দেওয়া টয়লেটের সবকটির দরজা তলা থেকে কিছুটা ফাঁকা থাকে। কাটা থাকে নিচের অংশ। এটা কিন্তু বিশেষ কয়েকটি কারণে করা হয়।
পাবলিক টয়লেটের নিচের অংশ কাটা থাকলে তা নিচ থেকে পরিস্কার করতে সুবিধা হয়। টয়লেটে না ঢুকেই নিচ থেকে জল বা জঞ্জাল সাফ করা সম্ভব হয়।
আবার টয়লেটে দুর্গন্ধ হলে তা দ্রুত বাইরে বেরিয়ে যেতে পারে নিচের অংশে ফাঁক থাকলে। তাতে ভিতরে যিনি আছেন তাঁরও সমস্যা হয়না আবার যিনি তাঁর পরে ঢুকবেন তাঁরও সমস্যা হয়না।
টয়লেটের ভিতরে যিনি আছেন তাঁর কোনও আচমকা শারীরিক সমস্যা হলে তা নিচের ফাঁক দিয়ে দেখা যায়। দরজা পুরো বন্ধ থাকলে ভিতরে কি হচ্ছে তা জানার উপায় থাকেনা। উদাহরণ স্বরূপ কেউ হৃদরোগে আক্রান্ত হলেও তাঁকে পড়ে থাকতে দেখা যায় ফাঁক থাকলে। পুরো দরজা হলে তা দেখা যেত না।
তাছাড়া দরজার নিচের অংশ সারাদিনে বারবার ব্যবহারে বা জল লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকেনা। পুরো দরজা হলে সে সম্ভাবনা থাকত।
অন্যদিকে টয়লেটে কেউ রয়েছেন কিনা তা দরজা বন্ধ অবস্থাতেও বোঝা যায়। কারণ তাঁর পা দেখা যায় বাইরে থেকে। এতে দরজায় টোকা মেরে বা ঠেলে বন্ধ কিনা দেখে বোঝার দরকার পড়েনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।