বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর মাত্র দুই বা তিন দিনের অপেক্ষা। এই উৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে আলোচনায় আছে তিনটি। ‘গলুই’, ‘বিদ্রোহী’ এবং ‘শান’। এর মধ্যে দুটিতে নায়িকা হিসেবে দেখা যাবে হালের সেনসেশন পূজা চেরিকে।
ছবি দুটি হলো- ‘গলুই’ এবং ‘শান’। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’তে পূজার বিপরীতে আছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। এম রাহিম পরিচালিত ‘শান’ ছবিতে পূজার নায়ক হালের আরেক সেনসেশন সিয়াম আহমেদ। এই ছবি দুটিকে নিজের মা এবং বাবার সঙ্গে তুলনা করেছেন পূজা।
‘গলুই’ এবং ‘শান’- এ দুটির মধ্যে কোন ছবিটিকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, ‘শান’ যদি বাবা হয়, তবে ‘গলুই’ মা। আবার ‘গলুই’ যদি বাবা হয়, তবে ‘শান’ আমার কাছে মা। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না।’ যদিও ‘শান’ নিয়ে তার প্রত্যাশার লেভেল হাই বলে জানান নায়িকা।
২০১২ সালে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত ‘ভালোবাসার রঙ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয়েছিল পূজা চেরির। ২০১৬ সাল পর্যন্ত শিশুশিল্পী হিসেবেই অভিনয় করেন তিনি। ২০১৮ সালে ‘নূরজাহান’ ছবির মাধ্যমে পূজার অভিষেক হয় প্রাপ্তবয়স্ক নায়িকা হিসেবে।
পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘প্রেম আমার ২’ ছবিগুলোতে সাফল্যের সঙ্গে অভিনয় করেন পূজা। ঈদে আসছে ‘শান’। এখানে সিয়ামের সঙ্গে তৃতীয়বারের মতো জটি বেঁধেছেন পূজা। মুক্তির অপেক্ষায় আছে এ নায়িকার ‘জ্বীন’ নামে আরেকটি ছবি। হাতে আছে আরও কয়েকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।