পূজার সময় মদ চলে? প্রশ্নের যে উত্তর দিলেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পাবে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছের মানুষ। হাতে রয়েছে আর মাত্র দুইদিন। বাংলা ইন্ডাস্ট্রির যা হাল তাতে শেষ মুহূর্তেও নিজের প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছেন দেব। পুজোর আগে তাই একটুও সময় নস্ট করতে চাননা তিনি। হাজার হোক ছবির প্রযোজক খোদ তিনি!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ছবির প্রচারের জন্য কী করেননি দেব-প্রসেনজিৎ। রাস্তায় রাস্তায় ঘোরা থেকে শপিং এমনকি পাবেও ঘুরে এসেছেন তারা। আর সোশ্যাল মিডিয়ার সদ্ব‍্যবহার কীভাবে করতে হয় সেটা অনেকেই দেবের কাছ থেকে শিখছেন। বহুবছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকার ফলে দেব জেনেছেন যে, দর্শকরা ছবির শুটিংয়ের নেপথ‍্য দৃশ‍্য দেখতে খুবই পছন্দ করেন। এবার সেটাকেই কাজে লাগাচ্ছেন তিনি।

দেব এখন মাঝেমধ্যেই শেয়ার করছেন কাছের মানুষের শ্যুটিংয়ের নেপথ্য ভিডিও। আর জনগণ সেগুলো দারুণ পছন্দও করছে। এবার এক নয়া ভিডিও এসেছে সেখানে। যেখানে দেখা যাচ্ছে প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে সব্জিওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়েছেন দেব। সেখানেই দেব জিজ্ঞেস করেন প্রসেনজিৎ-এর প্রিয় সবজি কোনটি? বুম্বাদা ততক্ষণে তার তর্জনী বাড়িয়ে দেন লাল টমেটোর দিকে। আর তাই দেখে দেব পালটা জিজ্ঞাসা করেন প্রসেনজিৎ কি স্যালাড খেতে খুবই ভালোবাসেন।

প্রসেনজিৎ অবশ্য এই নিয়ে অকপট। তিনি জানিয়ে দেন যে, স্যালাড তার খুবই পছন্দের। দেবের পালটা প্রশ্ন আসে, পুজোর সময় কী চলে তার? এবার বুম্বাদা উত্তর দেন যে, তখন ভোগ খান তিনি। তবে নবমীর দিন মাংসও চলে। রাত্রিবেলা একটু রয়েসয়ে খেলেও ‘পুজোয় তাঁর সব চলে।’

আর তার এই শেষ উত্তর শুনে প্রসেনজিৎকে ‘থাম্বস আপ’ দেখান দেব। প্রথমে অবশ্য তিনি বুঝতে পারেননি কী হলো। এরপর দেব নিজের অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেন যে, তিনি ‘পান’ করার কথা বলছেন। বুম্বাদা অবশ্য সাথে সাথেই জোরে জোরে মাথা নাড়িয়ে বলে দেন ওসব মোটেই না।

আবারও ক্রিকেটে ফিরলেন ক্রিস গেইল, খেলবেন লিজেন্ডস লিগে

আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ধুম মাচিয়েছে। প্রসেনজিৎ-এর বলার কৌশলে খোদ দেব হেসে ফেলেন। প্রসঙ্গত শেষ মুহূর্তের প্রচার নিয়েও বেশ তুঙ্গে প্রস্তুতি চালাচ্ছেন দেব। ‘কাছের মানুষ’ নিয়ে তার প্রচারের অভিনবত্ব পছন্দ করেছেন সাধারণ মানুষ। এখন দেখার আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে কী হয়।