বিনোদন ডেস্ক : পূজা চেরি আপনার জন্য লাকি চান্স কি না- প্রশ্নে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এগুলো বললে অন্যরা মন খারাপ করে। পূজা চেরি একা নন, সব নায়িকাই তার জন্য লাকি। আমার সিনেমা তো হিট, তাই সবাই লাকি।
পূজা অভিনীত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ এর মহরত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নতুন বছরের আগামী ২ জানুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। গত ১০ ডিসেম্বর সিরিজটির ফার্স্ট লুক পোস্টার এবং ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। এই ওয়েব সিরিজে এক রহস্যময়ী পূজার দেখা যাবে।
‘ব্ল্যাক মানি’ তে আরও অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়ক রুবেল। এটিই রুবেল অভিনীত প্রথম কোনো ওয়েব সিরিজ। আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, সুব্রত, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। গতকাল রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই ওয়েব সিরিজটির প্রিমিয়ার।
ক্যারিয়ারের শুরুর দিকে নির্মাতা রাফির সঙ্গে পূজা চেরি দুটি সিনেমায় অভিনয় করেন। এই কাজটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও রাফির সঙ্গে কাজ করলেন পূজা।
বিয়ের প্রলোভনে শা… রী.. রিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার
পূজা চেরির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লিপস্টিক’। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আদর আজাদ। এ ছাড়া একটি প্রসাধনী কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি। ২০১২ সালের ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূরজাহান’ ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তবে সেটি ছিল যৌথ প্রযোজনার সিনেমা। পূজা দেশের সিনেমায় একক নায়িকা হিসেবে অভিষিক্ত হন রায়হান রাফির ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।